21.50c-Dhaka /// 2020-Feb-17

News Details

ফরিদপুর মেডিকেলে ডেঙ্গুতে কলেজছাত্রের মৃত্যু

International  Date: 2019-08-17

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু জ্বরে সুমন সেক (২২) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। তিনি মাগুরা জেলার চাঁদপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে।

 

শনিবার বেলা ১০টার দিকে তার মৃত্যু হয়। এ নিয়ে এই হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেলেন পাঁচ জন রোগী।

হাসপাতাল সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, সুমন সেক ডেঙ্গু নিয়ে গত ১২ আগস্ট ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এসে ভর্তি হন। এরপর থেকে তার অবস্থা অপরিবর্তিত ছিলো। পরে সকালে হঠাৎ করেই অবস্থার অবনতি হয়ে তার মৃত্যু হয়।

 

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু কন্ট্রোল রুমের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ফরিদপুরে হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৭৭ জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩শ’ ৬৬ জন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে ১শ’ ১৮ জনকে। এরমধ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে ৪৬ জন রোগী।

গত ২০ জুলাই থেকে ১৭ আগস্ট পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট এক হাজার ৪১ জন। এদের মধ্যে চিকিৎসায় সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৫’শ ৫৪ জন।