কাতারে ক্রমেই বেড়ে চলেছে করোনায় আক্রান্তের সংখ্যা। দেশটিতে এ পর্যন্ত ১৩ বাংলাদেশিসহ মারা গেছেন ৩৬ জন, আক্রান্ত হয়েছেন প্রায় ৫৩ হাজার মানুষ। সুস্থ থাকতে সরকারি নির্দেশনা মেনে চলার আহবান জানিয়েছেন বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর।
সৌদি আরবের পর মধ্যপ্রাচ্যের দেশ কাতারে সবচেয়ে বেশি মানুষ করোনায় আক্রান্ত, প্রতিদিন গড়ে ১৫’শর বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন দেশটিতে, প্রথম দিকে মৃত্যুর সংখ্যা কম হলেও, দিন যত গড়াচ্ছে মৃত্যুর হারও ততই বাড়ছে। এতে আতঙ্কিত প্রবাসী বাংলাদেশিরা।
প্রবাসী বাংলাদেশিদের এহতেরাজ অ্যাপ ব্যবহার করাসহ কাতার সরকারের নিয়ম কানুন ও নির্দেশনা মেনে চলার আহবান জানালেন বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর।
কাতারে বাংলাদেশ দূতাবাস শ্রম কাউন্সিলর ড. মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বলেন, শুক্রবার রেকর্ড সংখ্যক এক হাজার ৯৯৩ জন করোনায় শনাক্ত হয়েছেন। পাশাপাশি রেকর্ড সংখ্যক ৫ হাজারের বেশি মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।