শ্রমিক ছাঁটাই ও মামলা, নির্যাতন বন্ধ এবং স্বাস্থ্য সুরক্ষা, চাকরি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতের দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিল করেছে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি)। আজ রোববার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু হওয়া এ বিক্ষোভ মিছিলে বিভিন্ন শিল্প এলাকার শ্রমিকেরা অংশ নেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিলের আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে গার্মেন্ট টিইউসি নেতৃবৃন্দ বলেন, মহামারিকালে মানুষ চিকিৎসার অভাবে, অক্সিজেন না পেয়ে মারা যাচ্ছে। এদিকে শ্রমিকদের ওপর চলছে ছাঁটাই, মামলাসহ সীমাহীন নির্যাতন। সমাবেশ থেকে এসব নির্যাতন ও বিনা চিকিৎসায় মৃত্যু বন্ধ না হলে সর্বাত্মক আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেওয়া হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন গার্মেন্ট টিইউসির সভাপতি মন্টু ঘোষ। সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক জলি তালুকদার, কার্যকরী সভাপতি কাজী রুহুল আমীন, কেন্দ্রীয় নেতা সাদেকুর রহমান শামীম, জালাল হাওলাদার, এম এ শাহীন, সাইফুল আল মামুন, মঞ্জুর মঈন, জয়নাল আবেদীন প্রমুখ।
সমাবেশে মন্টু ঘোষ বলেন, কারখানায় শ্রমিকের সংক্রমণ এড়ানোর সুব্যবস্থা করা হয়নি। আবার লক্ষণ দেখা দিলেই শ্রমিককে ছাঁটাই করা হচ্ছে। বাজেটে শ্রমিকের রেশনিং ও বাসস্থানের জন্য অর্থ বরাদ্দের দাবি অনেক পুরোনো হলেও সরকার এতে কর্ণপাত করেনি। মহামারির এই সময়ে লক্ষাধিক শ্রমিক ছাঁটাই অতীতের সব দৃষ্টান্ত অতিক্রম করেছে।
সংগঠনের সাধারণ সম্পাদক জলি তালুকদার বলেন, ‘মানুষ এত অসহায়ত্বের মধ্যে কখনো পড়ে নাই। সর্বস্ব দিয়েও চিকিৎসা মিলছে না। মহামারি সত্ত্বেও মালিকেরা মুনাফার অঙ্ক ঠিক রাখতে শ্রমিক ছাঁটাইসহ ব্যাপক জুলুম-নির্যাতন চালাচ্ছে। সরকারের কাছে প্রতিকার চেয়েও সুরাহা পাচ্ছেন না শ্রমিকেরা। এরই মধ্যে সরকার রাষ্ট্রায়ত্ত সব পাটকল বন্ধের গণবিরোধী সিদ্ধান্ত নিয়েছে।’
জলি তালুকদার ছাঁটাই-মামলা-নির্যাতন বন্ধ এবং স্বাস্থ্য-চাকরি-খাদ্য নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সব শিল্প এলাকায় সপ্তাহব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন। পরে শ্রমিকদের একটি মিছিল প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে রওনা হয়। শাহবাগে পুলিশের বাধার মুখে শ্রমিকেরা শাহবাগ মোড় অবরোধ করে রাখেন। পরে শ্রমিকদের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে স্মারকলিপি ও দাবিনামা প্রদান করে।