ফেনীতে সিভিল সার্জন সাজ্জাদ হোসেনসহ নতুন ৪০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় এই ভাইরাসে সংক্রমিত ব্যক্তির সংখ্যা এখন ৪১২। এর মধ্যে ৯ জন মারা গেছেন। সুস্থ হয়েছেন ১০১ জন। বর্তমানে ১৩ জন ফেনী জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি আছেন। অন্যরা স্বাস্থ্য বিভাগের অধীনে বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
জেলায় করোনায় সংক্রমিত হিসেবে নতুন শনাক্ত ৪০ জনের মধ্যে সিভিল সার্জনের পাশাপাশি ফেনী সদর উপজেলার ১২ একজন, দাগনভূঞা উপজেলার ১০ জন, ছাগলনাইয়া উপজেলার ১৮ জন। ভারপ্রাপ্ত সিভিল সার্জন রুবায়েত বিন করিম শুক্রবার বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন।
ফেনী স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, জেলায় মোট কোভিড আক্রান্ত ৪১২ জনের মধ্যে ফেনী সদর উপজেলায় ১৫৪ জন, দাগনভূঞা ১০৯ জন, ছাগলনাইয়ায় ৬১ জন, সোনাগাজীতে ৫৫ জন করে, পরশুরাম ১৬ ও ফুলগাজীতে ৯ জন। এ ছাড়া পাশের চট্টগ্রাম, মিরসরাই, চৌদ্দগ্রাম ও সেনবাগের ৮ জন।
গত দুই মাসে জেলায় ৩ হাজার ২০৯ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি), চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী আবদুল মালেক মেডিকেল কলেজে পাঠানো হয়। গত সোমবার পর্যন্ত ২ হাজার ৪৬২ জনের নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে।