ঢাকা , বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
৩ এপ্রিল ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি বাংলাদেশ সাবমেরিন কেব্‌ল কোম্পানির সব ধরনের ইন্টারনেটের দাম কমছে ১০ শতাংশ। রমজানে মাধ্যমিক স্কুল খোলা থাকবে ১৫ দিন, প্রাথমিক স্কুল ১০ দিন খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হচ্ছে টেকনাফ সীমান্তের হোয়াইক্যং এলাকা দিয়ে আজ অস্ত্র নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে মিয়ানমারের সেনা সাদ সাহেব রুজু করার পর দেওবন্দের মাসআলা খতম হয়ে গেছে : মাওলানা আরশাদ মাদানী চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনের বয়ান পুলিশ সদস্যসহ বিশ্ব ইজতেমায় ৭ জনের মৃত্যু বর্তমান সরকারের সঙ্গে সব দেশ কাজ করতে চায়: পররাষ্ট্রমন্ত্রী জয়পুরহাটে স্কুলছাত্র হত্যায় ১১ জনের মৃত্যুদণ্ড

৮৯৮ স্থাপনায় এডিসের লার্ভা, জরিমানা ২১ লাখ টাকা

  • নিউজ ডেস্ক
  • প্রকাশিত : ০৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০
  • ৭৪৯ পঠিত

এডিশ মশা নিয়ন্ত্রণে দ্বিতীয় দফায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযানে (চিরুনি অভিযান) নেমে ৮৯৮টি স্থাপনায় এডিসের লার্ভা পেয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ১০ দিনের এই অভিযানে সংস্থাটি ১ লাখ ৩০ হাজার ৯৭৭টি স্থাপনা পরিদর্শন করেছে। এ সময় জরিমানা আদায় করা হয়েছে ২০ লাখ ৬৮ হাজার টাকা।

৪ জুলাই থেকে আজ মঙ্গলবার (১৪ জুলাই) পর্যন্ত একযোগে ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডে এই অভিযান চালানো হয়। অভিযানে প্রতিটি ওয়ার্ডকে ১০ ভাগ করা হয়েছে। প্রতিটি ভাগে ৫ জনের একটি দল স্থাপনা পরিদর্শন করছে। অর্থাৎ, প্রতিটি ওয়ার্ডে ৫০ জন অভিযান চালান। মশকনিধনকর্মী, পরিচ্ছন্নতাকর্মী, স্বাস্থ্য বিভাগের কর্মীরা একসঙ্গে কাজ করেন।

এর আগে গত ৫ জুন থেকে ১৫ জুন ১০ দিনে প্রথম দফায় চিরুনি অভিযানে প্রায় ৬৭ শতাংশ স্থাপনায় এডিসের বংশবিস্তারের উপযোগী পরিবেশ দেখা গেছে। প্রায় ১ দশমিক ২ শতাংশ স্থাপনায় এডিসের লার্ভা পাওয়া গিয়েছিল।

ডিএনসিসির জনসংযোগ শাখা থেকে জানানো হয়েছে, দ্বিতীয় দফায় চিরুনি অভিযানে এডিসের লার্ভা পাওয়ায় ১৬৮টি মামলা হয়েছে। জরিমানা করা হয়েছে ২০ লাখ ৬৮ হাজার ১০ টাকা। প্রথম দফায় জরিমানা করা হয়েছিল ২১ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা।

ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান প্রথম আলোকে বলেন, আগামী মাসের ৮ তারিখ থেকে ৫৪টি ওয়ার্ডে একযোগে তৃতীয় দফায় চিরুনি অভিযান চালাবেন তাঁরা। আর কোরবানির ঈদের আগে ডিএনসিসি এলাকার হাসপাতালগুলোতে অভিযান চালানো হবে। একই সঙ্গে কোরবানির হাটগুলোর আশপাশেও অভিযান চলবে।

Tag :
জনপ্রিয়

৩ এপ্রিল ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

৮৯৮ স্থাপনায় এডিসের লার্ভা, জরিমানা ২১ লাখ টাকা

প্রকাশিত : ০৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০

এডিশ মশা নিয়ন্ত্রণে দ্বিতীয় দফায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযানে (চিরুনি অভিযান) নেমে ৮৯৮টি স্থাপনায় এডিসের লার্ভা পেয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ১০ দিনের এই অভিযানে সংস্থাটি ১ লাখ ৩০ হাজার ৯৭৭টি স্থাপনা পরিদর্শন করেছে। এ সময় জরিমানা আদায় করা হয়েছে ২০ লাখ ৬৮ হাজার টাকা।

৪ জুলাই থেকে আজ মঙ্গলবার (১৪ জুলাই) পর্যন্ত একযোগে ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডে এই অভিযান চালানো হয়। অভিযানে প্রতিটি ওয়ার্ডকে ১০ ভাগ করা হয়েছে। প্রতিটি ভাগে ৫ জনের একটি দল স্থাপনা পরিদর্শন করছে। অর্থাৎ, প্রতিটি ওয়ার্ডে ৫০ জন অভিযান চালান। মশকনিধনকর্মী, পরিচ্ছন্নতাকর্মী, স্বাস্থ্য বিভাগের কর্মীরা একসঙ্গে কাজ করেন।

এর আগে গত ৫ জুন থেকে ১৫ জুন ১০ দিনে প্রথম দফায় চিরুনি অভিযানে প্রায় ৬৭ শতাংশ স্থাপনায় এডিসের বংশবিস্তারের উপযোগী পরিবেশ দেখা গেছে। প্রায় ১ দশমিক ২ শতাংশ স্থাপনায় এডিসের লার্ভা পাওয়া গিয়েছিল।

ডিএনসিসির জনসংযোগ শাখা থেকে জানানো হয়েছে, দ্বিতীয় দফায় চিরুনি অভিযানে এডিসের লার্ভা পাওয়ায় ১৬৮টি মামলা হয়েছে। জরিমানা করা হয়েছে ২০ লাখ ৬৮ হাজার ১০ টাকা। প্রথম দফায় জরিমানা করা হয়েছিল ২১ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা।

ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান প্রথম আলোকে বলেন, আগামী মাসের ৮ তারিখ থেকে ৫৪টি ওয়ার্ডে একযোগে তৃতীয় দফায় চিরুনি অভিযান চালাবেন তাঁরা। আর কোরবানির ঈদের আগে ডিএনসিসি এলাকার হাসপাতালগুলোতে অভিযান চালানো হবে। একই সঙ্গে কোরবানির হাটগুলোর আশপাশেও অভিযান চলবে।