যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে গিয়ে বিমান দুর্ঘটনায় একই পরিবারের ৫ সদস্য নিহত হয়েছেন। রোববার এ খবর জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আনাদলু।
শুক্রবার রাতে কর্তৃপক্ষ জানিয়েছে, জর্জিয়া অঙ্গরাজ্যে দুই ইন্জিন বিশিষ্ট পাইপার ৩১টি মডেলের বিমানটি দুর্ঘটনায় পতিত হয়। এতে বিমানের পাইলট (বিমানের মালিক) ল্যারি রে, তার স্ত্রী এবং তাদের সঙ্গে থাকা তিন সন্তান নিহত হন।
পুতনম কাউন্টি জর্জিয়া শেরিফের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, ফ্লোরিডার উইলিস্টন থেকে পরিবার নিয়ে বিমানের পাইলট (বিমান মালিক) অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠোনে যোগ দিতে ইন্ডিয়ানার নিউক্যাসল যাচ্ছিলেন।