ঢাকা , রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
৩ এপ্রিল ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি বাংলাদেশ সাবমেরিন কেব্‌ল কোম্পানির সব ধরনের ইন্টারনেটের দাম কমছে ১০ শতাংশ। রমজানে মাধ্যমিক স্কুল খোলা থাকবে ১৫ দিন, প্রাথমিক স্কুল ১০ দিন খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হচ্ছে টেকনাফ সীমান্তের হোয়াইক্যং এলাকা দিয়ে আজ অস্ত্র নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে মিয়ানমারের সেনা সাদ সাহেব রুজু করার পর দেওবন্দের মাসআলা খতম হয়ে গেছে : মাওলানা আরশাদ মাদানী চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনের বয়ান পুলিশ সদস্যসহ বিশ্ব ইজতেমায় ৭ জনের মৃত্যু বর্তমান সরকারের সঙ্গে সব দেশ কাজ করতে চায়: পররাষ্ট্রমন্ত্রী জয়পুরহাটে স্কুলছাত্র হত্যায় ১১ জনের মৃত্যুদণ্ড

আমাকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে, ক্ষোভ প্রকাশ করলেন সুশান্তের বান্ধবী রিয়া

  • নিউজ ডেস্ক
  • প্রকাশিত : ১১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০
  • ৭২৬ পঠিত

সোশ্যাল মিডিয়ায় ধর্ষণের হুমকি দেওয়া হল সুশান্ত সিং রাজপুতের বান্ধবী রিয়া চক্রবর্তীকে। সুশান্ত সিংহ রাজপুতের মৃত্য়ু এক মাস পেরিয়ে গেল, তবুও তাঁর বান্ধবী, অভিনেত্রী রিয়া চক্রবর্তীর প্রতি সুশান্ত ভক্ত থেকে নেটাগরিকদের রোষ বাড়ছে বই কমছে না।

অভিযোগ, পরিস্থিতি এমন হয়েছে সোশ্যাল মিডিয়ায় সরাসরি রিয়ার ওপর চাপ সৃষ্টি করে বলা হচ্ছে তাঁকে রেপ বা মার্ডার করে দেওয়া হবে যদি না তিনি আত্মহত্যা করেন! স্তম্ভিত রিয়া ইনস্টায় লেখেন, “আমাকে দেহব্যবসায়ী বলা হল। আমি চুপ ছিলাম। আমাকে হত্যাকারী বলা হল। আমি চুপ ছিলাম। কিন্তু আমার চুপ থাকার মানে এই নয় নে আমি কাউকে আমাকে ধর্ষণ বা খুন করার অধিকার দিয়েছি, মান্নু রাউত আমি আত্মহত্যা না করলে আমাকে খুন বা রেপ করা হবে এই কথা বলার অধিকার কে দিল আপনাকে? আপনি জানেন আপনি কি বলছেন? এটা ভয়ঙ্কর অপরাধ! কারও সঙ্গেই এররকম হোক চাই না আমি!”

এর পরেও থেমে থাকেননি রিয়া। তাঁর পরবর্তী ইনস্টা পোস্টে রিয়া সুশান্তের একটি ছবি দিয়ে অমিত শাহের অফিসিয়াল পেজে পোস্ট করেছেন। এই পোস্টে নিজের পরিচয় দিতে গিয়ে রিয়া লিখেছেন, “স্যর আমি সুশান্ত সিংহ রাজপুতের বান্ধবী রিয়া চক্রবর্তী। এক মাসের ওপর হয়ে গেল সুশান্ত চলে গেছে। আমি সরকারের প্রতি আস্থাশীল। চাই এই তদন্তের সিবিআই তদন্ত হোক। আমি শুধু জানতে চাই সুশান্তের ওপর কী এমন চাপ সৃষ্টি করা হয়েছিল যে ওকে আত্মহত্যা করতে হল!”

রিয়ার এই পোস্টেও নেটাগরিকরা কেউ চুপ থাকেননি। কেউ বলেছেন ‘নাটক করছে’, কেউ বলেছে, ‘নিজেকে বাঁচাচ্ছে’ তো কেউ লিখেছেন ‘কর্ণ জোহরকে জেলে পাঠাও’।

সুশান্তের মৃত্যুর এক মাসের মাথায় রিয়া ইনস্টাগ্রামে সুশান্তের প্রতি নিজের ভালবাসার কথা প্রথম বলেন। তিনি লেখেন, “চাঁদ, তারা, আর ওই সুবিশাল মহাকাশ… তোমাকে দু’হাত বাড়িয়ে স্বাগত জানিয়েছে নিশ্চয়। এখন নিশ্চয় অনেক শান্তিতে আছ তুমি… আজ মনে পড়ে জান, খসে পড়া তারা, যার নিজের কোনও আলো নেই… তাকেও কী ভাবে শুধুমাত্র নিজের আনন্দ দিয়ে আলোকিত করার ক্ষমতা রাখতে তুমি। আজ তুমি সেই খসে পড়া তারা। আমার তারা। যে তারার জন্য আমি অপেক্ষা করতেও রাজি… আজীবন…।”

কিন্তু রিয়ার এই পোস্টে ফল হল বিপরীত! রিয়ার এই পোস্টে ৮০,০০০ মানুষ কমেন্ট করেন। এই কমেন্টের বেশিরভাগের মধ্যেই নেটাগরিক থেকে সুশান্ত ভক্তেরা রিয়ার প্রতি ক্ষোভ উগরে দেন। কেউ লিখেছেন, ‘সুশান্ত শুধু অঙ্কিতার, কৃতি শ্যানন বা রিয়া কেউ সুশান্তের ভালবাসা ছিলেন না। রিয়া তুমি কেন এ সব লিখে সময় নষ্ট করছো?’ কেউ সরাসরি প্রশ্ন করেছেন রিয়াকে, ‘‘এত যদি ভালবাসা তা হলে সুশান্তের খারাপ সময়ে ওকে ছেড়ে চলে যেতে পেরেছিলে কেমন করে? সুশান্তকে কেন ৫১টা সিম বদলাতে হয়েছিল? তুমি পুলিশকে বলছো না কেন রিয়া?’ কেউ আবার লিখেছেন, ‘রিয়া, তোমার মতো মেয়ের জন্য সুশান্তকে আজ মরতে হল। তুমি ওই মহেশের সঙ্গেই থাকো। তোমার কেরিয়ারে আর কিছু হবে না।’’ অবস্থা এতটাই শোচনীয় হয় যে এর পরেই আসতে থাকে খুন আর ধর্ষণের হুমকি।

Tag :
জনপ্রিয়

৩ এপ্রিল ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

আমাকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে, ক্ষোভ প্রকাশ করলেন সুশান্তের বান্ধবী রিয়া

প্রকাশিত : ১১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০

সোশ্যাল মিডিয়ায় ধর্ষণের হুমকি দেওয়া হল সুশান্ত সিং রাজপুতের বান্ধবী রিয়া চক্রবর্তীকে। সুশান্ত সিংহ রাজপুতের মৃত্য়ু এক মাস পেরিয়ে গেল, তবুও তাঁর বান্ধবী, অভিনেত্রী রিয়া চক্রবর্তীর প্রতি সুশান্ত ভক্ত থেকে নেটাগরিকদের রোষ বাড়ছে বই কমছে না।

অভিযোগ, পরিস্থিতি এমন হয়েছে সোশ্যাল মিডিয়ায় সরাসরি রিয়ার ওপর চাপ সৃষ্টি করে বলা হচ্ছে তাঁকে রেপ বা মার্ডার করে দেওয়া হবে যদি না তিনি আত্মহত্যা করেন! স্তম্ভিত রিয়া ইনস্টায় লেখেন, “আমাকে দেহব্যবসায়ী বলা হল। আমি চুপ ছিলাম। আমাকে হত্যাকারী বলা হল। আমি চুপ ছিলাম। কিন্তু আমার চুপ থাকার মানে এই নয় নে আমি কাউকে আমাকে ধর্ষণ বা খুন করার অধিকার দিয়েছি, মান্নু রাউত আমি আত্মহত্যা না করলে আমাকে খুন বা রেপ করা হবে এই কথা বলার অধিকার কে দিল আপনাকে? আপনি জানেন আপনি কি বলছেন? এটা ভয়ঙ্কর অপরাধ! কারও সঙ্গেই এররকম হোক চাই না আমি!”

এর পরেও থেমে থাকেননি রিয়া। তাঁর পরবর্তী ইনস্টা পোস্টে রিয়া সুশান্তের একটি ছবি দিয়ে অমিত শাহের অফিসিয়াল পেজে পোস্ট করেছেন। এই পোস্টে নিজের পরিচয় দিতে গিয়ে রিয়া লিখেছেন, “স্যর আমি সুশান্ত সিংহ রাজপুতের বান্ধবী রিয়া চক্রবর্তী। এক মাসের ওপর হয়ে গেল সুশান্ত চলে গেছে। আমি সরকারের প্রতি আস্থাশীল। চাই এই তদন্তের সিবিআই তদন্ত হোক। আমি শুধু জানতে চাই সুশান্তের ওপর কী এমন চাপ সৃষ্টি করা হয়েছিল যে ওকে আত্মহত্যা করতে হল!”

রিয়ার এই পোস্টেও নেটাগরিকরা কেউ চুপ থাকেননি। কেউ বলেছেন ‘নাটক করছে’, কেউ বলেছে, ‘নিজেকে বাঁচাচ্ছে’ তো কেউ লিখেছেন ‘কর্ণ জোহরকে জেলে পাঠাও’।

সুশান্তের মৃত্যুর এক মাসের মাথায় রিয়া ইনস্টাগ্রামে সুশান্তের প্রতি নিজের ভালবাসার কথা প্রথম বলেন। তিনি লেখেন, “চাঁদ, তারা, আর ওই সুবিশাল মহাকাশ… তোমাকে দু’হাত বাড়িয়ে স্বাগত জানিয়েছে নিশ্চয়। এখন নিশ্চয় অনেক শান্তিতে আছ তুমি… আজ মনে পড়ে জান, খসে পড়া তারা, যার নিজের কোনও আলো নেই… তাকেও কী ভাবে শুধুমাত্র নিজের আনন্দ দিয়ে আলোকিত করার ক্ষমতা রাখতে তুমি। আজ তুমি সেই খসে পড়া তারা। আমার তারা। যে তারার জন্য আমি অপেক্ষা করতেও রাজি… আজীবন…।”

কিন্তু রিয়ার এই পোস্টে ফল হল বিপরীত! রিয়ার এই পোস্টে ৮০,০০০ মানুষ কমেন্ট করেন। এই কমেন্টের বেশিরভাগের মধ্যেই নেটাগরিক থেকে সুশান্ত ভক্তেরা রিয়ার প্রতি ক্ষোভ উগরে দেন। কেউ লিখেছেন, ‘সুশান্ত শুধু অঙ্কিতার, কৃতি শ্যানন বা রিয়া কেউ সুশান্তের ভালবাসা ছিলেন না। রিয়া তুমি কেন এ সব লিখে সময় নষ্ট করছো?’ কেউ সরাসরি প্রশ্ন করেছেন রিয়াকে, ‘‘এত যদি ভালবাসা তা হলে সুশান্তের খারাপ সময়ে ওকে ছেড়ে চলে যেতে পেরেছিলে কেমন করে? সুশান্তকে কেন ৫১টা সিম বদলাতে হয়েছিল? তুমি পুলিশকে বলছো না কেন রিয়া?’ কেউ আবার লিখেছেন, ‘রিয়া, তোমার মতো মেয়ের জন্য সুশান্তকে আজ মরতে হল। তুমি ওই মহেশের সঙ্গেই থাকো। তোমার কেরিয়ারে আর কিছু হবে না।’’ অবস্থা এতটাই শোচনীয় হয় যে এর পরেই আসতে থাকে খুন আর ধর্ষণের হুমকি।