সংযুক্ত আরব আমিরাতে প্রাণঘাতী করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৩৮ জন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬০।
দেশটিতে ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা করা হয়েছে ৩৬ হাজার। আক্রান্তের মধ্যে থেকে সুস্থ হয়েছেন ৪১২ জন।
শুক্রবার (২৯ মে) স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। আমিরাতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৩ হাজার ১৭০ জন।