সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পরে গত এক মাসে বলিউডে নেপোটিজ়ম বিতর্ক আরও এক বার প্রাসঙ্গিক হয়ে উঠেছে।
ইন্ডাস্ট্রির প্রবীণ-নবীন শিল্পীরা নিজেদের অভিজ্ঞতা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরছেন। দাঁড়িপাল্লার ভার যে দিকেই থাকুক, ‘নেপোটিজ়ম’ যে বলিউডে একটি কঠিন সত্য, তা সংখ্যাগরিষ্ঠের কথায় স্পষ্ট। কঙ্গনা রানাউত সম্প্রতি এক জাতীয় টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন এই বিষয়ে। সুশান্তের মৃত্যুর পর থেকে যে নামগুলোর বিরুদ্ধে তিনি মুখ খুলেছেন, টিভির পর্দায় আরও এক বার তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন অভিনেত্রী। তাঁর এই সাক্ষাৎকারের প্রাসঙ্গিকতা নিয়ে যতই জলঘোলা হোক, প্রবীণ অভিনেত্রী ও টিভি সঞ্চালক সিমি গারেওয়াল কঙ্গনার সাক্ষাৎকার দেখে খুবই উদ্বুদ্ধ হয়েছেন।
পরপর কতকগুলি টুইটে কঙ্গনার সাহস ও স্পষ্ট ভাবে কথা বলাকে তিনি কুর্নিশ জানিয়েছেন। সিমি টুইটে লিখেছেন, ‘‘কঙ্গনার মতো সাহস আমার ছিল না। ইন্ডাস্ট্রির এক প্রভাবশালী ব্যক্তি আমার কেরিয়ারের ক্ষতি করার চেষ্টা করেছিলেন। কিন্তু আমি চুপ করে ছিলাম, কিছু বলতে পারিনি।’’ আর একটি টুইটে তিনি লিখেছেন, ‘‘সুশান্তকে কী যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হয়েছে, তা ভেবে কষ্ট হচ্ছে। আমেরিকায় জর্জ ফ্লয়েডের মৃত্যু একটা পরিবর্তনের ডাক দিয়েছে। তেমন সুশান্তের মৃত্যুও বলিউডের বোধোদয়ের অনুঘটক হোক।’’