করোনায় বিশ্বে আক্রান্ত প্রায় ৭৯ লাখ। এ পর্যন্ত প্রাণ গেছে ৪ লাখ ৩২ হাজার ৬৩২ জনের। সুস্থ হয়েছেন ৩৭ লাখ ৬৩ হাজারেরও বেশি।
করোনার কারণে এবার হজ বাতিলের বিষয়টি বিবেচনা করছে সৌদি আরব। সৌদি হজ মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তার বরাত দিয়ে এ খবর দিয়েছে ব্রিটিশ পত্রিকা ফিন্যান্সিয়াল টাইমস। এরই মধ্যে হজ বাতিল করেছে ৭ দেশ- ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, কম্বোডিয়া, দক্ষিণ আফ্রিকা ও ব্রুনাই।
এদিকে, প্যারিসসহ পুরো ফ্রান্সে সংক্রমণ কমায় আজ থেকে গ্রিনজোন ঘোষণা করা হয়েছে, দেশটিতে। যুক্তরাজ্যে আজ থেকে সব ব্যবসা প্রতিষ্ঠান চালু হচ্ছে। ২১ জুন সেনজেনভুক্ত দেশগুলোর জন্য সীমান্ত খুলে দেবে স্পেন।
চীনে নতুন করে ৬৬ জন আক্রান্তের পর বেইজিংয়ে ১১ এলাকায় লকডাউন করা হয়েছে।
ভারতে গেলো ২৪ ঘণ্টায় ১২ হাজার কোভিড-নাইনটিন রোগী চিহ্নিত হয়েছে। এ নিয়ে দেশটিতে এযাবত করোনা আক্রান্ত ৩ লাখ ৩৩ হাজার। আরও ৩২৪ জনের মৃত্যুর পর প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে সাড়ে ৯ হাজার।