করোনার উপসর্গ নিয়ে চট্টগ্রামে আরেক চিকিৎসক মারা গেছেন। আজ বুধবার ভোর সাড়ে ছয়টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মারা যাওয়া চিকিৎসকের নাম নুরুল হক (৪৩)। তিনি চট্টগ্রামের জিইসি মোড়ে অবস্থিত মেট্রোপলিটন হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। তিনি এই হাসপাতালের জ্যেষ্ঠ আবাসিক মেডিকেল অফিসার ছিলেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজের ৩৮ তম ব্যাচের ছাত্র নুরুল হকের গ্রামের বাড়ি কক্সবাজারের মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের দৈলা পাড়ায়।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ফয়সল ইকবাল চৌধুরী প্রথম আলোকে জানান, গত শুক্রবার থেকে জ্বর অনুভব করেন নুরুল হক। রোববার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা ৬০-এর নিচে নেমে যায়। এরপর তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়। সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে তিনি চলে গেলেন।
চিকিৎসকেরা জানান, করোনা প্রাদুর্ভাবের মধ্যে নুরুল হক চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের আইসিইউতে দায়িত্ব পালন করে আসছিলেন। সেখানে কিছু করোনা রোগীকে চিকিৎসা দেওয়া হয়। সেই আইসিইউতেই তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
চট্টগ্রামে কোভিড-১৯ রোগে তিন চিকিৎসক এবং উপসর্গ নিয়ে আরও দুই চিকিৎসক মারা গেছেন।