গেল একদিনে বিশ্বে করোনাভাইরাসে আরো পাঁচ হাজার দু’শ ৮৩ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে বিভিন্ন দেশে প্রাণহানির সংখ্যা বেড়ে তিন লাখ ৫৭ হাজার চার’শতে পৌঁছেছে। আক্রান্ত ৫৮ লাখের কাছাকাছি। করোনায় যুক্তরাষ্ট্রে বুধবার আরও ১৫শ’ ৩৫ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশটিতে মারা গেল এক লাখ দু’ হাজারের বেশি নাগরিক। আক্রান্ত সাড়ে ১৭ লাখ প্রায়। দেশটিতে এপর্যন্ত ১ কোটি ৫৮ লাখ মানুষের করোনা পরীক্ষা হয়েছে। আক্রান্তের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে এদিন ১১শ’ ৪৮ জনের মৃত্যু হয়েছে।
মোট মারা গেছে ২৫ হাজার ছয় শতাধিক। আক্রান্ত চার লাখ ১৪ হাজার ছয় শ’ ছাড়িয়েছে। যুক্তরাজ্যে চারশ’ ১২, রাশিয়ায় একশ’ ৬১, ইতালিতে একশ’ ১৭। তবে স্পেনে মারা গেছে মাত্র একজন, নতুন শনাক্ত হয়েছে পাঁচশ’ ১০ জন। এদিকে, আক্রান্তের তালিকায় ভারতের অবস্থান এখন দশম। দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫৮ হাজার ছাড়িয়েছে। আরো ১৯৫ জনের মৃত্যুতে দেশটিতে মৃতের সংখ্যা চার হাজার পাঁচশ’ ৩৪ জনে দাঁড়ালো।