গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার ৩টি ওয়ার্ডসহ উপজেলার ৫টি এলাকা রেডজোন চিহ্নিত করে লকডাউন ঘোষণা করা হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের অনুমোদন সাপেক্ষে রোববার (১৪ জুন) বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মন এ ঘোষণা দেন।
রেড জোন চিহ্নিত এলাকাগুলো হলো, গোবিন্দগঞ্জ পৌরসভার পুরো ৬ নম্বর ওয়ার্ড এবং ৫ ও ৭ নম্বর ওয়ার্ডের আংশিক। এছাড়াও উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের জগদিশপুর ও সাপমারা ইউনিয়নের চকরহিমাপুর (তরফকামাল) গ্রামের বেশ কয়েকটি বাড়ি ও তালুককানু পুর ইউনিয়নের বালুয়াবাজার। আগামীকাল সোমবার সকাল থেকে আগামী ১৪ দিনের জন্য এ আদেশ বলবত থাকবে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রামকৃষ্ণ বর্মণ জানান, রেড জোন ঘোষিত এলাকার কোনো ব্যক্তি ঘর থেকে বের হতে পারবেন না। এ এলাকার কেউ বাইরে কিংবা বাইরের এলাকার কেউ আসা যাওয়া করতে পারবে না। তবে রেড জোনের আওতামুক্ত থাকবে সাংবাদিকসহ জরুরি সেবায় নিয়োজিত ব্যক্তি, সরকারি ও ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান, কাঁচাবাজার, শাকসবজি, মাছ-মাংস, মুদি দোকান ও ওষুধের দোকান।
তিনি আরও জানান, আগামী ১৪ দিনের পরিস্থিতির নির্ভর করে পরবর্তী লকডাউন বাড়ানো হবে কিনা সে ব্যাপারে পরে সিদ্ধান্ত নেয়া হবে।