চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দরে চোর সন্দেহে এক কাস্টমস কর্মকর্তাকে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা।
মঙ্গলবার বিকালে উপসহকারী রাজস্ব কর্মকর্তা বুলবুল আহমেদ বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি মামলা করেছেন।
এর আগে গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পিরোজপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।
এদিকে এ ঘটনায় ইউসুফ আলী নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তিনি শাহবাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও পিরোজপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
এ ব্যাপারে বুধবার উপসহকারী রাজস্ব কর্মকর্তা (মাইক-ওয়ান) বুলবুল আহমেদের মোবাইল ফোনে জানান, গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পিরোজপুর এলাকায় সোনালী ব্যাংকের সামনে রাখা তার মোটরসাইকেল না নিয়ে ভুল করে অন্য একটি একই রকম মোটরসাইকেলে চাবি দিয়ে খুলছিলেন। এ সময় ওই মোটরসাইকেলের মালিক চিৎকার দিলে স্থানীয়রা এসে তাকে আটক করেন।
পরে তিনি নিজেকে কাস্টমস কর্মকর্তার পরিচয় দেন। এ সময় পরিচয়পত্র দেখানোর সত্ত্বেও তাকে গণধোলাই দেয়। এতে গুরুতর আহত হয়ে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন তিনি।
ঘটনার সময় ওইসব লোক তার কাছে টাকা দাবি করেন বলে জানান ওই কাস্টমস কর্মকর্তা।
এ ব্যাপারে মঙ্গলবার বিকালে শিবগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে।
শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইউসুফ আলী নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।