ঢাকা , বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
রমজানে মাধ্যমিক স্কুল খোলা থাকবে ১৫ দিন, প্রাথমিক স্কুল ১০ দিন খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হচ্ছে টেকনাফ সীমান্তের হোয়াইক্যং এলাকা দিয়ে আজ অস্ত্র নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে মিয়ানমারের সেনা সাদ সাহেব রুজু করার পর দেওবন্দের মাসআলা খতম হয়ে গেছে : মাওলানা আরশাদ মাদানী চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনের বয়ান পুলিশ সদস্যসহ বিশ্ব ইজতেমায় ৭ জনের মৃত্যু বর্তমান সরকারের সঙ্গে সব দেশ কাজ করতে চায়: পররাষ্ট্রমন্ত্রী জয়পুরহাটে স্কুলছাত্র হত্যায় ১১ জনের মৃত্যুদণ্ড দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু ‘শরীফ থেকে শরীফা’ গল্প পর্যালোচনায় কমিটি গঠন করলো শিক্ষা মন্ত্রণালয়

‘ডাবল’ জিতে ‘ট্রেবলে’ চোখ বায়ার্নের

  • নিউজ ডেস্ক
  • প্রকাশিত : ১২:০১ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২০
  • ৮৭৮ পঠিত
লেভারকুসেনকে ৪-২ গোলে হারিয়ে জার্মান কাপ জিতে ‘ডাবল’ পেয়েছে বায়ার্ন। মৌসুমের ৫০ ও ৫১তম গোল পেয়েছেন দলটির স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কি।

‘ডাবল’ জিতেও ক্ষুধা মেটেনি বায়ার্ন মিউনিখের, জার্মান ক্লাবটি এবার পাখির চোখ করেছে ‘ট্রেবলে’। কাল রাতে বায়ার লেভারকুসেনকে ৪-২ গোলে হারিয়ে জার্মান কাপ জেতার পর বায়ার্ন অধিনায়ক ম্যানুয়েল নয়্যার জানিয়ে দিলেন নতুন লক্ষ্যের কথা, বললেন চ্যাম্পিয়নস লিগটাও জিততে চান তাঁরা। টানা অষ্টমবারের মতো বুন্দেসলিগা জেতার পর কাপ জিতে ১৩তম বারের মতো ‘ডাবল’ জিতল বায়ার্ন। কালকের জয়সহ করোনাভাইরাস বিরতি শেষে জার্মান চ্যাম্পিয়নরা জিতল টানা ১১ ম্যাচ।

দলটির অধিনায় নয়্যার ম্যাচশেষে বললেন তাঁরা ফিরিয়ে আনতে চান ২০১৩ সালের স্মৃতি, ‘আমরা এখন একটু বিরতি পাচ্ছি। আমাদের এখন ফর্মটা ধরে রাখা নিশ্চিত করতে হবে এবং চেষ্টা করতে হবে ট্রেবল জেতার। গত কয়েক সপ্তাহে আমরা সবাই দেখেছি বায়ার্ন মিউনিখ কতটা অনুপ্রাণিত ও ক্ষুধার্ত হয়ে আছে সাফল্য পেতে। এখন পর্যন্ত যা অর্জন সেটিও অনেক বড়।’

কাল বায়ার্নের বড় জয়ে সবচেয়ে বেশি অবদান রবার্ট লেভানডফস্কির। ২ গোল করেছেন এই পোলিশ স্ট্রাইকার। তাতে এই মৌসুমে বায়ার্নের হয়ে গোলের ‘ফিফটি’ হয়ে গেছে লেভার। ২০১৯-২০ মৌসুমে সব টুর্নামেন্ট মিলিয়ে বায়ার্নের হয়ে ৫১ গোল করেছেন লেভানডফস্কি। বায়ার্নের অন্য ২টি গোল ডেভিড আলাবা ও সার্জ নাবরির। ২০ তম বারের মত জার্মান কাপ জেতা বায়ার্ন ৩-০ গোলে এগিয়ে যাওয়ার পর একটি গোল শোধ করে লেভারকুসেন। এরপর ৮৯ মিনিটে ৪-১ করেন লেভানডফস্কি। যোগ করা সময়ে ব্যবপধান কমায় লেভারকুসেন।

Tag :
জনপ্রিয়

রমজানে মাধ্যমিক স্কুল খোলা থাকবে ১৫ দিন, প্রাথমিক স্কুল ১০ দিন

‘ডাবল’ জিতে ‘ট্রেবলে’ চোখ বায়ার্নের

প্রকাশিত : ১২:০১ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২০
লেভারকুসেনকে ৪-২ গোলে হারিয়ে জার্মান কাপ জিতে ‘ডাবল’ পেয়েছে বায়ার্ন। মৌসুমের ৫০ ও ৫১তম গোল পেয়েছেন দলটির স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কি।

‘ডাবল’ জিতেও ক্ষুধা মেটেনি বায়ার্ন মিউনিখের, জার্মান ক্লাবটি এবার পাখির চোখ করেছে ‘ট্রেবলে’। কাল রাতে বায়ার লেভারকুসেনকে ৪-২ গোলে হারিয়ে জার্মান কাপ জেতার পর বায়ার্ন অধিনায়ক ম্যানুয়েল নয়্যার জানিয়ে দিলেন নতুন লক্ষ্যের কথা, বললেন চ্যাম্পিয়নস লিগটাও জিততে চান তাঁরা। টানা অষ্টমবারের মতো বুন্দেসলিগা জেতার পর কাপ জিতে ১৩তম বারের মতো ‘ডাবল’ জিতল বায়ার্ন। কালকের জয়সহ করোনাভাইরাস বিরতি শেষে জার্মান চ্যাম্পিয়নরা জিতল টানা ১১ ম্যাচ।

দলটির অধিনায় নয়্যার ম্যাচশেষে বললেন তাঁরা ফিরিয়ে আনতে চান ২০১৩ সালের স্মৃতি, ‘আমরা এখন একটু বিরতি পাচ্ছি। আমাদের এখন ফর্মটা ধরে রাখা নিশ্চিত করতে হবে এবং চেষ্টা করতে হবে ট্রেবল জেতার। গত কয়েক সপ্তাহে আমরা সবাই দেখেছি বায়ার্ন মিউনিখ কতটা অনুপ্রাণিত ও ক্ষুধার্ত হয়ে আছে সাফল্য পেতে। এখন পর্যন্ত যা অর্জন সেটিও অনেক বড়।’

কাল বায়ার্নের বড় জয়ে সবচেয়ে বেশি অবদান রবার্ট লেভানডফস্কির। ২ গোল করেছেন এই পোলিশ স্ট্রাইকার। তাতে এই মৌসুমে বায়ার্নের হয়ে গোলের ‘ফিফটি’ হয়ে গেছে লেভার। ২০১৯-২০ মৌসুমে সব টুর্নামেন্ট মিলিয়ে বায়ার্নের হয়ে ৫১ গোল করেছেন লেভানডফস্কি। বায়ার্নের অন্য ২টি গোল ডেভিড আলাবা ও সার্জ নাবরির। ২০ তম বারের মত জার্মান কাপ জেতা বায়ার্ন ৩-০ গোলে এগিয়ে যাওয়ার পর একটি গোল শোধ করে লেভারকুসেন। এরপর ৮৯ মিনিটে ৪-১ করেন লেভানডফস্কি। যোগ করা সময়ে ব্যবপধান কমায় লেভারকুসেন।