ঢাকা , সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
৩ এপ্রিল ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি বাংলাদেশ সাবমেরিন কেব্‌ল কোম্পানির সব ধরনের ইন্টারনেটের দাম কমছে ১০ শতাংশ। রমজানে মাধ্যমিক স্কুল খোলা থাকবে ১৫ দিন, প্রাথমিক স্কুল ১০ দিন খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হচ্ছে টেকনাফ সীমান্তের হোয়াইক্যং এলাকা দিয়ে আজ অস্ত্র নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে মিয়ানমারের সেনা সাদ সাহেব রুজু করার পর দেওবন্দের মাসআলা খতম হয়ে গেছে : মাওলানা আরশাদ মাদানী চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনের বয়ান পুলিশ সদস্যসহ বিশ্ব ইজতেমায় ৭ জনের মৃত্যু বর্তমান সরকারের সঙ্গে সব দেশ কাজ করতে চায়: পররাষ্ট্রমন্ত্রী জয়পুরহাটে স্কুলছাত্র হত্যায় ১১ জনের মৃত্যুদণ্ড

‘তারাদের সঙ্গে তোমার নাচ চালিয়ে যাও’, সুশান্তের সঙ্গে তাঁর সালসা নাচের ভিডিয়ো পোস্ট করলেন স্বস্তিকা

  • নিউজ ডেস্ক
  • প্রকাশিত : ০১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০
  • ৭২৯ পঠিত

দু’জনের পরনে ঘরোয়া পোশাক। ব্যাকগ্রাউন্ডে বাজছে পুরনো হিন্দি ছবির গান। একসঙ্গে সালসা নাচছেন তিনি এবং সুশান্ত সিংহ রাজপুত। সম্প্রতি এই ভিডিয়ো শেয়ার করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। ‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী’-র মতো আসন্ন ‘দিল বেচারা’ ছবিতেও সুশান্তের সঙ্গে অভিনয় করেছেন স্বস্তিকা।

ছবির সঙ্গে একটি আবেগঘন বার্তাও পোস্ট করেছেন সুশান্তের সহ-অভিনেত্রী। লিখেছেন, ‘‘আমি এ ভাবেই সুশান্তকে মনে রাখতে চাই, সবসময়। সাদাসিধে, হাসিখুশি এবং আমুদে। আকাশের তারাদের সঙ্গে তোমার নাচ চালিয়ে যাও। ভালবাসা…..।’’

তাঁদের সালসা নাচের ছবি ক্যামেরাবন্দি করার জন্য স্বস্তিকা ধন্যবাদ জানিয়েছেন ‘দিল বেচারা’-র পরিচালক মুকেশ ছাবড়াকেও। নাচের এই মুহূর্তটুকু আজীবন তাঁর কাছে স্মরণীয় হয়ে থাকবে। বলেছেন, স্বস্তিকা। সোশ্যাল মিডিয়ায় তাঁদের নাচের ভিডিয়ো দেখে অনুরাগীরাও আবেগতাড়িত হয়ে পড়েছেন।

প্রসঙ্গত সুশান্ত সিংহ রাজপুতের অকালমৃত্যুর এক মাস পূর্ণ হল মঙ্গলবার। গত ১৪ জুন ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয় মুম্বইয়ে নিজের বাড়িতে। তাঁর রহস্যমৃত্যুর তদন্ত এখনও চলছে। পাশাপাশি, প্রতিভাবান এই অভিনেতার মৃত্যুতে স্বজনপোষণ প্রশ্নে বিদ্ধ বলিউডের প্রতিটি মহল।

তাঁর শেষ ছবি ‘দিল বেচারা’ দেখার জন্য অধীর আগ্রহে দিন গুনছেন দর্শকরা। জন গ্রিনের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে ২০১৪ সালে মুক্তি পায় হলিউডের ছবি ‘দ্য ফল্ট ইন আওয়ার স্টারস’। এই ছবির অনুসরণেই নির্মিত ‘দিল বেচারা’। ছবিতে সুশান্ত অভিনীত চরিত্রের নাম ম্যানি। দুরারোগ্য অসুখ থেকে সেরে ওঠা তরুণ ম্যানি এবং ক্যানসার আক্রান্ত তরুণী কিজি-র সম্পর্ক নিয়েই এগোয় চিত্রনাট্য। ছবিতে কিজি-র মায়ের ভূমিকায় অভিনয় করেছেন স্বস্তিকা।

 

এর আগে ‘দিল বেচারা’-র ট্রেলর যখন প্রকাশিত হয়েছিল, তখনও স্বস্তিকা পোস্ট করেছিলেন সুশান্তের স্মৃতিতে। লিখেছিলেন, ‘‘সবার হৃদয় জয় করে নেয় সুশান্তের হাসি। যে কোনও বিষাদময় দিনকে মজায় ভরিয়ে দিত সে।’’ দুর্দান্ত সহঅভিনেতার পাশাপাশি সুশান্তকে একজন ভাল মানুষ হিসেবেও বর্ণনা করেছিলেন স্বস্তিকা। অভিনেত্রীর বিশ্বাস, সুশান্তের স্মৃতি চিরকাল তাঁর হৃদয়ে লেখা থাকবে।

Tag :
জনপ্রিয়

৩ এপ্রিল ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

‘তারাদের সঙ্গে তোমার নাচ চালিয়ে যাও’, সুশান্তের সঙ্গে তাঁর সালসা নাচের ভিডিয়ো পোস্ট করলেন স্বস্তিকা

প্রকাশিত : ০১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০

দু’জনের পরনে ঘরোয়া পোশাক। ব্যাকগ্রাউন্ডে বাজছে পুরনো হিন্দি ছবির গান। একসঙ্গে সালসা নাচছেন তিনি এবং সুশান্ত সিংহ রাজপুত। সম্প্রতি এই ভিডিয়ো শেয়ার করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। ‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী’-র মতো আসন্ন ‘দিল বেচারা’ ছবিতেও সুশান্তের সঙ্গে অভিনয় করেছেন স্বস্তিকা।

ছবির সঙ্গে একটি আবেগঘন বার্তাও পোস্ট করেছেন সুশান্তের সহ-অভিনেত্রী। লিখেছেন, ‘‘আমি এ ভাবেই সুশান্তকে মনে রাখতে চাই, সবসময়। সাদাসিধে, হাসিখুশি এবং আমুদে। আকাশের তারাদের সঙ্গে তোমার নাচ চালিয়ে যাও। ভালবাসা…..।’’

তাঁদের সালসা নাচের ছবি ক্যামেরাবন্দি করার জন্য স্বস্তিকা ধন্যবাদ জানিয়েছেন ‘দিল বেচারা’-র পরিচালক মুকেশ ছাবড়াকেও। নাচের এই মুহূর্তটুকু আজীবন তাঁর কাছে স্মরণীয় হয়ে থাকবে। বলেছেন, স্বস্তিকা। সোশ্যাল মিডিয়ায় তাঁদের নাচের ভিডিয়ো দেখে অনুরাগীরাও আবেগতাড়িত হয়ে পড়েছেন।

প্রসঙ্গত সুশান্ত সিংহ রাজপুতের অকালমৃত্যুর এক মাস পূর্ণ হল মঙ্গলবার। গত ১৪ জুন ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয় মুম্বইয়ে নিজের বাড়িতে। তাঁর রহস্যমৃত্যুর তদন্ত এখনও চলছে। পাশাপাশি, প্রতিভাবান এই অভিনেতার মৃত্যুতে স্বজনপোষণ প্রশ্নে বিদ্ধ বলিউডের প্রতিটি মহল।

তাঁর শেষ ছবি ‘দিল বেচারা’ দেখার জন্য অধীর আগ্রহে দিন গুনছেন দর্শকরা। জন গ্রিনের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে ২০১৪ সালে মুক্তি পায় হলিউডের ছবি ‘দ্য ফল্ট ইন আওয়ার স্টারস’। এই ছবির অনুসরণেই নির্মিত ‘দিল বেচারা’। ছবিতে সুশান্ত অভিনীত চরিত্রের নাম ম্যানি। দুরারোগ্য অসুখ থেকে সেরে ওঠা তরুণ ম্যানি এবং ক্যানসার আক্রান্ত তরুণী কিজি-র সম্পর্ক নিয়েই এগোয় চিত্রনাট্য। ছবিতে কিজি-র মায়ের ভূমিকায় অভিনয় করেছেন স্বস্তিকা।

 

এর আগে ‘দিল বেচারা’-র ট্রেলর যখন প্রকাশিত হয়েছিল, তখনও স্বস্তিকা পোস্ট করেছিলেন সুশান্তের স্মৃতিতে। লিখেছিলেন, ‘‘সবার হৃদয় জয় করে নেয় সুশান্তের হাসি। যে কোনও বিষাদময় দিনকে মজায় ভরিয়ে দিত সে।’’ দুর্দান্ত সহঅভিনেতার পাশাপাশি সুশান্তকে একজন ভাল মানুষ হিসেবেও বর্ণনা করেছিলেন স্বস্তিকা। অভিনেত্রীর বিশ্বাস, সুশান্তের স্মৃতি চিরকাল তাঁর হৃদয়ে লেখা থাকবে।