১১ আর ৭ বছর বয়সের দুই ছেলেকে চেয়ারের সঙ্গে বেঁধে পেটাচ্ছেন আর বলছেন, ‘তোদের মা কেন আমার কথা শোনে না? বল, কেন সে কথা শোনে না।’ শুধু যে সন্তানদের পিটিয়েছেন তা–ই নয়, গালাগালও করছিলেন। পেটানোর এ ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। ভিডিওটি করেছেন শিশু দুটির বাবা হাবিবুর রহমান নিজেই। এরপর তা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন।
ভাইরাল হওয়া ওই ভিডিওটি চোখে পড়ে পুলিশ প্রশাসনের। ঝিনাইদহ পুলিশ সুপার মো. হাসানুজ্জামানের নির্দেশে আজ মঙ্গলবার হাবিবুর রহমানকে আটক করে সদর থানা–পুলিশ। পরে শিশু দুটির মা শিরিন সুলতানা বাদী হয়ে হাবিবুর রহমানের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ তাঁকে গ্রেপ্তার দেখায়।
মা শিরিন সুলতানা জানান, হাবিবুর রহমান তাঁকেও এভাবে নির্যাতন করতেন। যে কারণে তিনি সংসার করতে পারেননি। তাঁদের মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে। বাচ্চা দুটি বাবার কাছেই থাকে। শিরিন সুলতানা আরও জানান, কয়েক দিন হলো হাবিবুর রহমান তাঁকে ফিরে আসতে বলেন। তিনি রাজি না হওয়ায় বাচ্চা দুটির ওপর এই নির্যাতন। তিনি এ ঘটনার উপযুক্ত বিচার দাবি করেন।