ঢাকা , মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
রমজানে মাধ্যমিক স্কুল খোলা থাকবে ১৫ দিন, প্রাথমিক স্কুল ১০ দিন খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হচ্ছে টেকনাফ সীমান্তের হোয়াইক্যং এলাকা দিয়ে আজ অস্ত্র নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে মিয়ানমারের সেনা সাদ সাহেব রুজু করার পর দেওবন্দের মাসআলা খতম হয়ে গেছে : মাওলানা আরশাদ মাদানী চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনের বয়ান পুলিশ সদস্যসহ বিশ্ব ইজতেমায় ৭ জনের মৃত্যু বর্তমান সরকারের সঙ্গে সব দেশ কাজ করতে চায়: পররাষ্ট্রমন্ত্রী জয়পুরহাটে স্কুলছাত্র হত্যায় ১১ জনের মৃত্যুদণ্ড দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু ‘শরীফ থেকে শরীফা’ গল্প পর্যালোচনায় কমিটি গঠন করলো শিক্ষা মন্ত্রণালয়

দুই শ টাকা ধার না পেয়ে মধুপুরে একই পরিবারের চারজনকে হত্যা

  • নিউজ ডেস্ক
  • প্রকাশিত : ০৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০
  • ৭৮০ পঠিত

টাঙ্গাইলের মধুপুরে একই পরিবারের চারজনকে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আজ মঙ্গলবার আদালতে জবানবন্দি দিয়েছেন সাগর আলী। দুপুরে টাঙ্গাইল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিনি এ জবানবন্দি দেন। গ্রেপ্তার অপর আসামি জোয়াদ আলীও রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

মধুপুরের ব্রাহ্মণবাড়ি গ্রামের মৃত মকবর আলীর ছেলে সাগর আলীকে (২৮) গত রোববার গ্রেপ্তার করে র‌্যাব। সোমবার তাঁকে মধুপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সাগর পেশায় রিকশাচালক। নিহত আবদুল গনির বাসার কাছেই মাস্টারপাড়া এলাকায় তিনি ভাড়া বাসায় থাকেন।

মধুপুর থানার পুলিশ এ ঘটনায় জড়িত অভিযোগে জোয়াদ আলীকেও (৩০) গ্রেপ্তার করে। তিনি মধুপুরের ব্রাহ্মণবাড়ি গ্রামের আজগর আলীর ছেলে। গ্রেপ্তার জোয়াদ আলীকে সোমবার টাঙ্গাইল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। রিমান্ডে জোয়াদ আলীকে জিজ্ঞাসাবাদ চলছে।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল বলেন, জিজ্ঞাসাবাদে জোয়াদ আলীর কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তাঁর দেওয়া তথ্য যাচাই করে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

গত শুক্রবার মধুপুর উপজেলা সদরের মাস্টারপাড়া এলাকায় নিজ বাসা থেকে ব্যবসায়ী আবদুল গনি (৫২), তাঁর স্ত্রী তাজিরন বেগম (৪২), তাঁদের ছেলে তরিকুল ওরফে তাজেল (১৮) ও মেয়ে সাদিয়ার (৭) মরদেহ উদ্ধার করা হয়। তাঁদের প্রত্যেকের শরীরের ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। এ ঘটনায় আবদুল গনির বড় মেয়ে সোনিয়া বেগম বাদী হয়ে মধুপুর থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়।

Tag :
জনপ্রিয়

রমজানে মাধ্যমিক স্কুল খোলা থাকবে ১৫ দিন, প্রাথমিক স্কুল ১০ দিন

দুই শ টাকা ধার না পেয়ে মধুপুরে একই পরিবারের চারজনকে হত্যা

প্রকাশিত : ০৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০

টাঙ্গাইলের মধুপুরে একই পরিবারের চারজনকে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আজ মঙ্গলবার আদালতে জবানবন্দি দিয়েছেন সাগর আলী। দুপুরে টাঙ্গাইল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিনি এ জবানবন্দি দেন। গ্রেপ্তার অপর আসামি জোয়াদ আলীও রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

মধুপুরের ব্রাহ্মণবাড়ি গ্রামের মৃত মকবর আলীর ছেলে সাগর আলীকে (২৮) গত রোববার গ্রেপ্তার করে র‌্যাব। সোমবার তাঁকে মধুপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সাগর পেশায় রিকশাচালক। নিহত আবদুল গনির বাসার কাছেই মাস্টারপাড়া এলাকায় তিনি ভাড়া বাসায় থাকেন।

মধুপুর থানার পুলিশ এ ঘটনায় জড়িত অভিযোগে জোয়াদ আলীকেও (৩০) গ্রেপ্তার করে। তিনি মধুপুরের ব্রাহ্মণবাড়ি গ্রামের আজগর আলীর ছেলে। গ্রেপ্তার জোয়াদ আলীকে সোমবার টাঙ্গাইল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। রিমান্ডে জোয়াদ আলীকে জিজ্ঞাসাবাদ চলছে।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল বলেন, জিজ্ঞাসাবাদে জোয়াদ আলীর কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তাঁর দেওয়া তথ্য যাচাই করে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

গত শুক্রবার মধুপুর উপজেলা সদরের মাস্টারপাড়া এলাকায় নিজ বাসা থেকে ব্যবসায়ী আবদুল গনি (৫২), তাঁর স্ত্রী তাজিরন বেগম (৪২), তাঁদের ছেলে তরিকুল ওরফে তাজেল (১৮) ও মেয়ে সাদিয়ার (৭) মরদেহ উদ্ধার করা হয়। তাঁদের প্রত্যেকের শরীরের ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। এ ঘটনায় আবদুল গনির বড় মেয়ে সোনিয়া বেগম বাদী হয়ে মধুপুর থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়।