প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির মামলা হওয়ার পর তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন হাজার হাজার ইসরাইলি। বিক্ষোভকারীরা তার বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে গেলে সেখান থেকে ৫৫ জনকে গ্রেফতার করে পুলিশ।
এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার গ্রেফতার হওয়াদের বিরুদ্ধে গণউৎপাত, পুলিশ ও অন্যান্য বিক্ষোভকারীদের ওপর হামলায় জখমের অভিযোগ আনা হয়।
তুর্কি সংবাদ মাধ্যম ইয়েনি শাফাকের প্রতিবেদনে বলা হয়েছে, করেনাভাইরাস মোকাবেলায় ব্যর্থ ও দুর্নীতির মামলা থাকায় হাজার হাজার ইসরাইলি নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে তার বাসভবনের সামনে বিক্ষোভে অংশ নেয়।
পুলিশের বিবৃতিতে বলা হয়, বেশিরভাগ বিক্ষোভকারীরা বিক্ষোভ শেষে প্যারিস স্কয়ার ছেড়ে চলে গেছেন, তবে কিছু বিক্ষোভকারী নেতানিয়াহুর বাসভবনের সামনে অবস্থান করছে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে অভিযান চালায়।
গত মাস থেকে দুর্নীতির অভিযোগে নেতানিয়াহুর পদত্যাগ দাবি করে আসছেন বিক্ষোভকারীরা। গত দুই সপ্তাহে পুলিশ অন্তত শতাধিক বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে।