ঢাকা , সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
৩ এপ্রিল ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি বাংলাদেশ সাবমেরিন কেব্‌ল কোম্পানির সব ধরনের ইন্টারনেটের দাম কমছে ১০ শতাংশ। রমজানে মাধ্যমিক স্কুল খোলা থাকবে ১৫ দিন, প্রাথমিক স্কুল ১০ দিন খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হচ্ছে টেকনাফ সীমান্তের হোয়াইক্যং এলাকা দিয়ে আজ অস্ত্র নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে মিয়ানমারের সেনা সাদ সাহেব রুজু করার পর দেওবন্দের মাসআলা খতম হয়ে গেছে : মাওলানা আরশাদ মাদানী চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনের বয়ান পুলিশ সদস্যসহ বিশ্ব ইজতেমায় ৭ জনের মৃত্যু বর্তমান সরকারের সঙ্গে সব দেশ কাজ করতে চায়: পররাষ্ট্রমন্ত্রী জয়পুরহাটে স্কুলছাত্র হত্যায় ১১ জনের মৃত্যুদণ্ড

পানিতে ডুবে মারা গেছেন মার্কিন তারকা

  • নিউজ ডেস্ক
  • প্রকাশিত : ০৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২০
  • ৬৮৯ পঠিত

মার্কিন অভিনয়শিল্পী, মডেল ও সংগীতশিল্পী নায়া রিভেরার মৃত্যু পানিতে ডুবে হয়েছে। আর এটি নিছক দুর্ঘটনাবশত বলে দাবি ময়নাতদন্তে। ৩৩ বছর বয়সী নায়া জনপ্রিয় কমেডি টিভি সিরিজ ‘গ্লি’ তে সান্তানা লোপেজের চরিত্র করে জনপ্রিয় হন। সিরিজটি ২০০৯ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত, ৭ বছর চলেছে। যেদিন লেক থেকে নায়ার লাশ উদ্ধার করা হয়, এর ঠিক ৭ বছর আগে গ্লি সিরিজের আরেক অভিনয়শিল্পী কোরি মনটেইথের লাশ পাওয়া যায় হোটেলে। অতিরিক্ত হেরোইন ও অ্যালকোহল সেবনে তাঁর মৃত্যু হয়।

আট দিন আগে, গত মঙ্গলবার চার বছর বয়সী ছেলেকে নিয়ে নৌকাভ্রমণে বের হন নায়া। লেক পিরু থেকে একটা প্যান্টুন নৌকা ভাড়া করে ছেলেকে নিয়ে ভ্রমণ শুরু করেন। ছেলেকে ওই নৌকা থেকে ঘুমন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে সে পুলিশকে জানায়, তার মা নৌকা থেকে লাফিয়ে সাঁতার কাটছিল, তারপরে আর ফেরেনি। নায়া নিঁখোজ হওয়ার ৬ দিন পর সোমবার ডুবুরিরা তাঁর লাশ উদ্ধার করতে সমর্থ হয়। নায়ার ময়নাতদন্তে কোনো অ্যালকোহল, ওষুধ বা কোনো শারীরিক অসুস্থতার প্রমাণ পাওয়া যায়নি।

সন্তানের সঙ্গে নায়া। ছবি: ইনস্টাগ্রাম

২০১৬ সালে নায়া বিচ্ছেদের আবেদন করেন। ২০১৭ সালে সন্তানের অভিভাবকত্ব নিয়ে মনোমালিন্যের একপর্যায়ে নায়া রায়ানের মাথায় আঘাত করলে পুলিশ এসে নায়াকে গ্রেপ্তার করে নিয়ে যায়। সেবার নায়ার শ্বশুরই তাঁকে ছাড়িয়ে এনেছিল। ২০১৭ সালের ডিসেম্বরে আইনগতভাবে এই জুটির বিচ্ছেদ হয়। বিচ্ছেদের পর সন্তানের অভিভাবকত্ব ভাগাভাগি করে নেন দুজনে।

এর আগে নায়া গ্লি এর সহকর্মী মার্ক সালিং এর সঙ্গে ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত প্রেম করেছেন। তারপর বিচ্ছেদের বিষয়ে বলেছেন, ‘মার্ক আমার জীবনে ঘটা সবচেয়ে জঘন্য ব্যপার।’ মার্ককে ২০১৫ সালে ‘চাইল্ড পর্নোগ্রাফি’র সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হলে নায়া বলেছিলেন, ‘আমি মোটেও আশ্চর্য নই।’ রেকর্ডিং আর্টিস্ট বিগ সিনের সঙ্গেও কিছুদিন প্রেম করেছেন নায়া। সেই প্রেম বাগদান পর্যন্ত গড়িয়েও ভেঙে যায়।

Tag :
জনপ্রিয়

৩ এপ্রিল ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

পানিতে ডুবে মারা গেছেন মার্কিন তারকা

প্রকাশিত : ০৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২০

মার্কিন অভিনয়শিল্পী, মডেল ও সংগীতশিল্পী নায়া রিভেরার মৃত্যু পানিতে ডুবে হয়েছে। আর এটি নিছক দুর্ঘটনাবশত বলে দাবি ময়নাতদন্তে। ৩৩ বছর বয়সী নায়া জনপ্রিয় কমেডি টিভি সিরিজ ‘গ্লি’ তে সান্তানা লোপেজের চরিত্র করে জনপ্রিয় হন। সিরিজটি ২০০৯ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত, ৭ বছর চলেছে। যেদিন লেক থেকে নায়ার লাশ উদ্ধার করা হয়, এর ঠিক ৭ বছর আগে গ্লি সিরিজের আরেক অভিনয়শিল্পী কোরি মনটেইথের লাশ পাওয়া যায় হোটেলে। অতিরিক্ত হেরোইন ও অ্যালকোহল সেবনে তাঁর মৃত্যু হয়।

আট দিন আগে, গত মঙ্গলবার চার বছর বয়সী ছেলেকে নিয়ে নৌকাভ্রমণে বের হন নায়া। লেক পিরু থেকে একটা প্যান্টুন নৌকা ভাড়া করে ছেলেকে নিয়ে ভ্রমণ শুরু করেন। ছেলেকে ওই নৌকা থেকে ঘুমন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে সে পুলিশকে জানায়, তার মা নৌকা থেকে লাফিয়ে সাঁতার কাটছিল, তারপরে আর ফেরেনি। নায়া নিঁখোজ হওয়ার ৬ দিন পর সোমবার ডুবুরিরা তাঁর লাশ উদ্ধার করতে সমর্থ হয়। নায়ার ময়নাতদন্তে কোনো অ্যালকোহল, ওষুধ বা কোনো শারীরিক অসুস্থতার প্রমাণ পাওয়া যায়নি।

সন্তানের সঙ্গে নায়া। ছবি: ইনস্টাগ্রাম

২০১৬ সালে নায়া বিচ্ছেদের আবেদন করেন। ২০১৭ সালে সন্তানের অভিভাবকত্ব নিয়ে মনোমালিন্যের একপর্যায়ে নায়া রায়ানের মাথায় আঘাত করলে পুলিশ এসে নায়াকে গ্রেপ্তার করে নিয়ে যায়। সেবার নায়ার শ্বশুরই তাঁকে ছাড়িয়ে এনেছিল। ২০১৭ সালের ডিসেম্বরে আইনগতভাবে এই জুটির বিচ্ছেদ হয়। বিচ্ছেদের পর সন্তানের অভিভাবকত্ব ভাগাভাগি করে নেন দুজনে।

এর আগে নায়া গ্লি এর সহকর্মী মার্ক সালিং এর সঙ্গে ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত প্রেম করেছেন। তারপর বিচ্ছেদের বিষয়ে বলেছেন, ‘মার্ক আমার জীবনে ঘটা সবচেয়ে জঘন্য ব্যপার।’ মার্ককে ২০১৫ সালে ‘চাইল্ড পর্নোগ্রাফি’র সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হলে নায়া বলেছিলেন, ‘আমি মোটেও আশ্চর্য নই।’ রেকর্ডিং আর্টিস্ট বিগ সিনের সঙ্গেও কিছুদিন প্রেম করেছেন নায়া। সেই প্রেম বাগদান পর্যন্ত গড়িয়েও ভেঙে যায়।