পুরান ঢাকার আলুবাজারের একটি বাল্ব কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলবার রাত ৮টা ২২ মিনিটে আলুবাজারের সুরিটোলা স্কুলের পাশে ওই বাল্ব কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতর কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মাহফুজ রিবেন যুগান্তরকে অগ্নিকাণ্ডের ঘটনা নিশ্চিত করেছেন।
মাহফুজ রিবেন বলেন, আলুবাজারের বাল্ব কারখানায় আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। রাত ৯টা ৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা। পরে রাত ৯টা ২১ মিনিটে আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
এই অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কারখানাটির নাম ও ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।