লকডাউন, মা হওয়া, বাচ্চার জন্ম- সবকিছুতেই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে ভক্তদের সঙ্গে নিজের আনন্দ-অনুভূতিকে ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। নিজের বেবি বাম্পের ছবি পোস্ট করে লিখেছিলেন, যে কোনও পরিস্থিতিতেই একটা পজ়িটিভ দিক খুঁজে বার করতে চেষ্টা করেন তিনি। সেই মনোবল নিয়েই কোভিড যুদ্ধে ময়দানে নেমেছেন ‘মিতিন মাসি’। শত্রু অদৃশ্য হলেও তার সঙ্গে পাল্লা দিয়ে মোকাবিলা করেছেন কোয়েল।
আনন্দবাজার ডিজিটালকে নিসপাল সিংহ রানে বলেন, “আমরা সবাই ঠিক আছি।তবে কোয়েল কোভিড পজিটিভ হলেও ওর মধ্যে কোনও দিন কোনও উপসর্গ ছিল না। আমি কোয়েল আর বাচ্চা আমাদের বালিগঞ্জের বাড়িতে চলে আসি। আমার বাবা-মা আর বাচ্চার করোনা টেস্ট নেগেটিভ এসেছে। আর ও বাড়িতে বাবা-মা পজিটিভ হলেও একদম সুস্থ হয়ে গেছেন। আমরা সবাই বাড়িতে থেকেই চিকিৎসা করাচ্ছি।”
কোয়েল বা রানের কাছে বাচ্চা নেই। আপাতত বাচ্চার দেখাশোনা করছেন রানের বাবা-মা। দূরে থাকলেও বাবা-মায়ের নিয়মিত খোঁজ রাখছেন কোয়েল আর রানে। কোয়েল অভ্যাস মতো মেডিটেট করছেন। বাড়িতে কোনও বাইরের লোক বা কাজ করার জন্য কোনও মানুষকেও আসতে দেওয়া হচ্ছে না। রানে মনে করছেন, বড় বাড়ি, খোলামেলা স্পেস থাকলে তবেই হোম কোয়রান্টিন সম্ভব।
প্রসঙ্গত, গত ৫ মে পুত্র সন্তানের জন্ম দেন কোয়েল মল্লিক।