মহামারী করোনাভাইরাসের মধ্যেই বিয়ে করেছেন জাতীয় দলের তারকা ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ত্রীর ছবি পোস্ট করে দোয়া প্রার্থনা করেন জাতীয় দলের এ তরুণ ওপেনার।
নাজমুল হোসেন শান্তর স্ত্রী সাবরিন সুলতানা রত্নার বাড়িও রাজশাহী। সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যানের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
করোনার কারণে একেবারে ঘরোয়া পরিবেশে বিয়ে হয়েছে জানিয়ে নাজমুল হোসেন শান্ত বলেন, মহামারী করোনাভাইরাসের কারণে আমাদের বিয়ের আয়োজনটা ঘরোয়াভাবেই হয়েছে। যতটুকু আয়োজন না করলেই নয়, তাই করা হয়েছে। পরিস্থিতি ভালো হলে বড় করে আয়োজন করার চিন্তা-ভাবনা রয়েছে।
নাজমুল হোসেন শান্তর একদিন আগেই দ্বিতীয় বিয়ে করেন ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত। করোনার এই সংকটের মধ্যেই বিয়ে করেন ক্রিকেটার আবু জায়েদ রাহী।