তেলুগু ছবির বিখ্যাত গানে বিমানবন্দরের মধ্যেই নাচছেন ইন্ডিগোর বিমানকর্মীরা। এই ঘটনার ভিডিয়ো সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে।
তেলুগু ছবির প্রযোজক জি শ্রীনিবাস কুমার সোমবার নিজের টুইটার হ্যান্ডল থেকে পোস্ট করেছেন সেই ভিডিয়ো। যা ইতমধ্যেই দেখা হয়েছে এক লক্ষ ৬০ হাজারেও বেশি বার। সেই পোস্ট নিজেদের টুইটার হ্যান্ডল থেকে শেয়ার করেছে ইন্ডিগো উড়ান সংস্থা। পোস্টটি শেয়ার করে কর্মীদের উৎসাহের প্রশংসা করে নিজেদের ‘কুলেস্ট এয়ারলাইন’ বলে দাবি করেছে ইন্ডিগো।
শ্রীনিবাসনের পোস্ট অনুসারে বিশাখাপত্তনমের বিমানবন্দরে নাচের ভিডিয়ো এটি। কিন্তু এক নেটাগরিকের দাবি, বিশাখাপত্তনম নয়, এটি ওড়িশার ভুবনেশ্বর বিমানবন্দর। ভিডিয়োর ক্যাপশনে সেই ভুল শুধরে নেওয়ারও আবেদন জানিয়েছেন তিনি।