ঢাকা , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
৩ এপ্রিল ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি বাংলাদেশ সাবমেরিন কেব্‌ল কোম্পানির সব ধরনের ইন্টারনেটের দাম কমছে ১০ শতাংশ। রমজানে মাধ্যমিক স্কুল খোলা থাকবে ১৫ দিন, প্রাথমিক স্কুল ১০ দিন খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হচ্ছে টেকনাফ সীমান্তের হোয়াইক্যং এলাকা দিয়ে আজ অস্ত্র নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে মিয়ানমারের সেনা সাদ সাহেব রুজু করার পর দেওবন্দের মাসআলা খতম হয়ে গেছে : মাওলানা আরশাদ মাদানী চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনের বয়ান পুলিশ সদস্যসহ বিশ্ব ইজতেমায় ৭ জনের মৃত্যু বর্তমান সরকারের সঙ্গে সব দেশ কাজ করতে চায়: পররাষ্ট্রমন্ত্রী জয়পুরহাটে স্কুলছাত্র হত্যায় ১১ জনের মৃত্যুদণ্ড

মতলবে নোটিশ পেয়েও সরেনি ভেল জাল, চলছে মাছ শিকার

  • নিউজ ডেস্ক
  • প্রকাশিত : ০৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২০
  • ৭৯৯ পঠিত

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় আইন অমান্য করে বেশ কয়েকটি খাল, বিল ও নদীতে বাঁশের স্থাপনা গেড়ে ভেসাল (ভেল) জাল দিয়ে ব্যাপক হারে দেশি জাতের মাছ শিকারের অভিযোগ উঠেছে। স্থানীয় মৎস্য বিভাগ সংশ্লিষ্ট জেলেদের নোটিশ দেওয়া সত্ত্বেও ওই স্থাপনা-জাল সরাননি। গতকাল বৃহস্পতিবার নোটিশে বেঁধে দেওয়া সময় শেষ হয়।

জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আকতার জানান, ১৯৫০ সালের মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী, নদী, খাল বা প্রবহমান স্রোতোধারায় বেড়া, বাঁধ বা অন্য কোনো স্থায়ী-অস্থায়ী স্থাপনা দিয়ে সেখানে জাল পেতে মাছ শিকার করা দণ্ডনীয় অপরাধ।

স্থানীয় ব্যক্তিরা জানান, প্রশাসনের চোখ এড়াতে মাঝেমধ্যে জাল পেতে জেলেরা নিরাপদ স্থানে চলে যান। পরে সুযোগমতো জাল টেনে মাছ ধরেন। প্রতিদিন প্রতিটি জালে ১৪ থেকে ১৫ কেজি করে মাছ শিকার হচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে নলুয়া ও বরদিয়া এলাকার দুজন জেলে বলেন, ‘ভেসাল জাল পাইতা ভালো মাছ ধরতাছি। দিনে তিন-চারবার কইরা জাল টান দেই। প্রতিবার প্রতি জালে তিন থেকে সাড়ে তিন কেজি কইরা মাছ পাই। এ ব্যাপারে একটা নোটিশ পাইলেও জাল সরাই নাই। টেয়াপয়সা খরচ কইরা বেড়া ও জাল বানাইছি। মাছ না ধরলে খরচের টেয়া উঠামু কেমনে।’

উপজেলার বরদিয়া এলাকার শিক্ষক মো. কামাল হোসেন অভিযোগ করেন, তাঁর এলাকার খাল-বিলগুলোয় ভেসাল জাল পেতে জেলেরা নির্বিচারে দেশি জাতের মাছ শিকার করছেন। মাছ ছাড়াও জালে ব্যাঙ, কুচিয়া, সাপ, কচ্ছপসহ নানা প্রজাতির জলজ প্রাণী ধরা পড়ছে। এতে নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। হুমকিতে রয়েছে জলজ জীববৈচিত্র্য। জাল ও স্থাপনায় কচুরিপানা আটকে খাল-নদীতে পানির প্রবাহ ব্যাহত হচ্ছে। পানিও দূষিত হচ্ছে। স্থানীয় মৎস্য বিভাগকে একাধিকবার বলা হলেও এসব স্থাপনা-জাল সরানো হচ্ছে না।

Tag :
জনপ্রিয়

৩ এপ্রিল ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

মতলবে নোটিশ পেয়েও সরেনি ভেল জাল, চলছে মাছ শিকার

প্রকাশিত : ০৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২০

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় আইন অমান্য করে বেশ কয়েকটি খাল, বিল ও নদীতে বাঁশের স্থাপনা গেড়ে ভেসাল (ভেল) জাল দিয়ে ব্যাপক হারে দেশি জাতের মাছ শিকারের অভিযোগ উঠেছে। স্থানীয় মৎস্য বিভাগ সংশ্লিষ্ট জেলেদের নোটিশ দেওয়া সত্ত্বেও ওই স্থাপনা-জাল সরাননি। গতকাল বৃহস্পতিবার নোটিশে বেঁধে দেওয়া সময় শেষ হয়।

জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আকতার জানান, ১৯৫০ সালের মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী, নদী, খাল বা প্রবহমান স্রোতোধারায় বেড়া, বাঁধ বা অন্য কোনো স্থায়ী-অস্থায়ী স্থাপনা দিয়ে সেখানে জাল পেতে মাছ শিকার করা দণ্ডনীয় অপরাধ।

স্থানীয় ব্যক্তিরা জানান, প্রশাসনের চোখ এড়াতে মাঝেমধ্যে জাল পেতে জেলেরা নিরাপদ স্থানে চলে যান। পরে সুযোগমতো জাল টেনে মাছ ধরেন। প্রতিদিন প্রতিটি জালে ১৪ থেকে ১৫ কেজি করে মাছ শিকার হচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে নলুয়া ও বরদিয়া এলাকার দুজন জেলে বলেন, ‘ভেসাল জাল পাইতা ভালো মাছ ধরতাছি। দিনে তিন-চারবার কইরা জাল টান দেই। প্রতিবার প্রতি জালে তিন থেকে সাড়ে তিন কেজি কইরা মাছ পাই। এ ব্যাপারে একটা নোটিশ পাইলেও জাল সরাই নাই। টেয়াপয়সা খরচ কইরা বেড়া ও জাল বানাইছি। মাছ না ধরলে খরচের টেয়া উঠামু কেমনে।’

উপজেলার বরদিয়া এলাকার শিক্ষক মো. কামাল হোসেন অভিযোগ করেন, তাঁর এলাকার খাল-বিলগুলোয় ভেসাল জাল পেতে জেলেরা নির্বিচারে দেশি জাতের মাছ শিকার করছেন। মাছ ছাড়াও জালে ব্যাঙ, কুচিয়া, সাপ, কচ্ছপসহ নানা প্রজাতির জলজ প্রাণী ধরা পড়ছে। এতে নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। হুমকিতে রয়েছে জলজ জীববৈচিত্র্য। জাল ও স্থাপনায় কচুরিপানা আটকে খাল-নদীতে পানির প্রবাহ ব্যাহত হচ্ছে। পানিও দূষিত হচ্ছে। স্থানীয় মৎস্য বিভাগকে একাধিকবার বলা হলেও এসব স্থাপনা-জাল সরানো হচ্ছে না।