হবিগঞ্জের মাধবপুরে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ফুসলিয়ে ঘরে নিয়ে ধর্ষণ করেছে অষ্টম শ্রেণির এক ছাত্র। এমন অভিযোগে সেই ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।
অভিযুক্ত ধর্ষকের নাম হৃদয়। সে উপজেলার নয়াপাড়া ইউনিয়নের নারায়ণপুর গ্রামের তগদির মিয়ার ছেলে।
ধর্ষিতার মা বৃহস্পতিবার রাতে হৃদয়কে আসামি করে মাধবপুর থানায় মামলা করলে পুলিশ তাকে গ্রেফতার করে।
বৃহস্পতিবার দুপুরে নারায়ণপুর গ্রামে ওই ধর্ষণের ঘটনা ঘটে বলে জানিয়েছেন মাধবপুর থানা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) গোলাম দস্তগীর আহমেদ।
তিনি জানান, অভিযুক্ত ধর্ষক হৃদয় শিশুটির প্রতিবেশী। হৃদয়কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার তাকে আদালতে পাঠানো হবে।
তিনি আরও জানান, শিশুটিকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে থানা হেফাজতে আনা হয়েছে। শুক্রবার তার ডাক্তারি পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হবে। এবং ২২ ধারায় জবানবন্দি গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে পাঠানো হবে শিশুটিকে।