ঢাকা থেকে সর্দি–কাশি ও শ্বাসকষ্ট নিয়ে ঝিনাইদহে গিয়ে মারা যাওয়া ব্যাংককর্মীর করোনা পজিটিভ এসেছে। ১৩ জুন তিনি মারা যান। তিনি ঢাকার একটি বেসরকারি ব্যাংকে চাকরি করতেন।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও সুলতান আহমেদ বলেন, মৃত্যুর এক দিন আগে তাঁর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। এরপর তাঁর বাড়িটি লকডাউন করে উপজেলা প্রশাসন। এ ছাড়া তাঁর পরিবার ও দাফন কাজে অংশ নেওয়া সদস্যদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে। মারা যাওয়ার তিন দিন আগে তিনি ঢাকা থেকে সর্দি–কাশি ও শ্বাসকষ্ট নিয়ে বাড়িতে আসেন।
ঝিনাইদহের সিভিল সার্জন সেলিনা বেগম জানান, ঝিনাইদহ জেলায় নতুন করে আরও তিনজনের করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ব্যাংককর্মী মারা গেছেন। বাকি দুজনের বাড়ি জেলার কালীগঞ্জ উপজেলায়। এ নিয়ে জেলায় মোট ১০৪ জন কোভিডে আক্রান্ত হলেন। তাঁদের মধ্যে মারা গেছেন দুজন এবং সুস্থ হয়েছেন ৪৩ জন।