ঢাকা , সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
৩ এপ্রিল ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি বাংলাদেশ সাবমেরিন কেব্‌ল কোম্পানির সব ধরনের ইন্টারনেটের দাম কমছে ১০ শতাংশ। রমজানে মাধ্যমিক স্কুল খোলা থাকবে ১৫ দিন, প্রাথমিক স্কুল ১০ দিন খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হচ্ছে টেকনাফ সীমান্তের হোয়াইক্যং এলাকা দিয়ে আজ অস্ত্র নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে মিয়ানমারের সেনা সাদ সাহেব রুজু করার পর দেওবন্দের মাসআলা খতম হয়ে গেছে : মাওলানা আরশাদ মাদানী চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনের বয়ান পুলিশ সদস্যসহ বিশ্ব ইজতেমায় ৭ জনের মৃত্যু বর্তমান সরকারের সঙ্গে সব দেশ কাজ করতে চায়: পররাষ্ট্রমন্ত্রী জয়পুরহাটে স্কুলছাত্র হত্যায় ১১ জনের মৃত্যুদণ্ড

মালালা এখন অক্সফোর্ড গ্র্যাজুয়েট

  • নিউজ ডেস্ক
  • প্রকাশিত : ১১:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২০
  • ৯৪১ পঠিত

শান্তিতে নোবেল পুরস্কারজয়ী পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (গ্র্যাজুয়েট) ডিগ্রি অর্জন করেছেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে দর্শন, রাজনীতি ও অর্থনীতির ওপর স্নাতক ডিগ্রি সম্পন্ন করেছেন বলে নিজেই টুইট করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, ১৯ জুন নিজের অক্সফোর্ড থেকে স্নাতক ডিগ্রি সম্পন্ন হওয়ার খবর টুইটারে দুটি ছবিসহ পোস্ট করেছেন ২২ বছর বয়সী মালালা। সেখানে দেখা গেছে, পরিবারের ঘনিষ্ঠজনদের সঙ্গে ঘরোয়াভাবেই কেক কেটে স্নাতক হওয়ার আনন্দ উদ্‌যাপন করছেন তিনি।

পরিবারের ঘনিষ্ঠজনদের সঙ্গে ঘরোয়াভাবেই কেক কেটে স্নাতক হওয়ার আনন্দ উদ্‌যাপন করছেন মালালা। মালালার টুইটার পেজ থেকে নেওয়াটুইটারে পোস্ট করা ছবির ক্যাপশনে মালালা লিখেছেন, ‘অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে দর্শন, রাজনীতি ও অর্থনীতির ওপর স্নাতক ডিগ্রি সম্পন্ন হলো। এই আনন্দ ভাষায় প্রকাশ করা কঠিন। সামনে কী আছে, তা এখনো জানি না। এই মুহূর্তে শুধু নেটফ্লিক্স, পড়া আর ঘুম নিয়েই আছি।’

প্রতিবেদনে বলা হয়, টুইটারে মালালার এই পোস্টে লেখক ও অক্সফোর্ডের প্রাক্তন শিক্ষার্থী ফিলিপ পুলম্যানসহ হাজারো মানুষ অভিনন্দন জানিয়ে মন্তব্য করেছেন। যুক্তরাজ্য থেকে দুটি বিষয়ের ওপর স্নাতকোত্তর করা নাসার মহাকাশ অভিযাত্রী অ্যানে ম্যাকক্লেইন লিখছেন, ‘গ্র্যাজুয়েশন সম্পন্ন করায় তোমাকে অভিনন্দন, মালালা।’

গ্র্যাজুয়েট হওয়ার আনন্দে মালালা। মালালার টুইটার পেজ থেকে নেওয়া পাকিস্তানের প্রত্যন্ত সোয়াত উপত্যকায় জন্ম নেওয়া মালালা তালেবানের বাধার পরও নারীশিক্ষা বিস্তারে কাজ করে যাওয়ায় ২০১২ সালে জঙ্গিরা তাঁকে গুলি করে। ২০১৪ সালে সবচেয়ে কম বয়সী হিসেবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন তিনি।

Tag :
জনপ্রিয়

৩ এপ্রিল ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

মালালা এখন অক্সফোর্ড গ্র্যাজুয়েট

প্রকাশিত : ১১:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২০

শান্তিতে নোবেল পুরস্কারজয়ী পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (গ্র্যাজুয়েট) ডিগ্রি অর্জন করেছেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে দর্শন, রাজনীতি ও অর্থনীতির ওপর স্নাতক ডিগ্রি সম্পন্ন করেছেন বলে নিজেই টুইট করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, ১৯ জুন নিজের অক্সফোর্ড থেকে স্নাতক ডিগ্রি সম্পন্ন হওয়ার খবর টুইটারে দুটি ছবিসহ পোস্ট করেছেন ২২ বছর বয়সী মালালা। সেখানে দেখা গেছে, পরিবারের ঘনিষ্ঠজনদের সঙ্গে ঘরোয়াভাবেই কেক কেটে স্নাতক হওয়ার আনন্দ উদ্‌যাপন করছেন তিনি।

পরিবারের ঘনিষ্ঠজনদের সঙ্গে ঘরোয়াভাবেই কেক কেটে স্নাতক হওয়ার আনন্দ উদ্‌যাপন করছেন মালালা। মালালার টুইটার পেজ থেকে নেওয়াটুইটারে পোস্ট করা ছবির ক্যাপশনে মালালা লিখেছেন, ‘অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে দর্শন, রাজনীতি ও অর্থনীতির ওপর স্নাতক ডিগ্রি সম্পন্ন হলো। এই আনন্দ ভাষায় প্রকাশ করা কঠিন। সামনে কী আছে, তা এখনো জানি না। এই মুহূর্তে শুধু নেটফ্লিক্স, পড়া আর ঘুম নিয়েই আছি।’

প্রতিবেদনে বলা হয়, টুইটারে মালালার এই পোস্টে লেখক ও অক্সফোর্ডের প্রাক্তন শিক্ষার্থী ফিলিপ পুলম্যানসহ হাজারো মানুষ অভিনন্দন জানিয়ে মন্তব্য করেছেন। যুক্তরাজ্য থেকে দুটি বিষয়ের ওপর স্নাতকোত্তর করা নাসার মহাকাশ অভিযাত্রী অ্যানে ম্যাকক্লেইন লিখছেন, ‘গ্র্যাজুয়েশন সম্পন্ন করায় তোমাকে অভিনন্দন, মালালা।’

গ্র্যাজুয়েট হওয়ার আনন্দে মালালা। মালালার টুইটার পেজ থেকে নেওয়া পাকিস্তানের প্রত্যন্ত সোয়াত উপত্যকায় জন্ম নেওয়া মালালা তালেবানের বাধার পরও নারীশিক্ষা বিস্তারে কাজ করে যাওয়ায় ২০১২ সালে জঙ্গিরা তাঁকে গুলি করে। ২০১৪ সালে সবচেয়ে কম বয়সী হিসেবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন তিনি।