ঢাকা , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
৩ এপ্রিল ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি বাংলাদেশ সাবমেরিন কেব্‌ল কোম্পানির সব ধরনের ইন্টারনেটের দাম কমছে ১০ শতাংশ। রমজানে মাধ্যমিক স্কুল খোলা থাকবে ১৫ দিন, প্রাথমিক স্কুল ১০ দিন খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হচ্ছে টেকনাফ সীমান্তের হোয়াইক্যং এলাকা দিয়ে আজ অস্ত্র নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে মিয়ানমারের সেনা সাদ সাহেব রুজু করার পর দেওবন্দের মাসআলা খতম হয়ে গেছে : মাওলানা আরশাদ মাদানী চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনের বয়ান পুলিশ সদস্যসহ বিশ্ব ইজতেমায় ৭ জনের মৃত্যু বর্তমান সরকারের সঙ্গে সব দেশ কাজ করতে চায়: পররাষ্ট্রমন্ত্রী জয়পুরহাটে স্কুলছাত্র হত্যায় ১১ জনের মৃত্যুদণ্ড

মুখোমুখি করা হবে জেকেজির আরিফ-সাবরিনাকে

  • নিউজ ডেস্ক
  • প্রকাশিত : ০৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০
  • ৭৪৭ পঠিত

নমুনা পরীক্ষার নামে জালজালিয়াতির অভিযোগ তদন্তে গোয়েন্দা পুলিশ (ডিবি) এবার সাবরিনা আরিফ চৌধুরী ও তাঁর স্বামী আরিফুল হক চৌধুরীকে মুখোমুখি করবে। এদিকে মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) আরিফুলকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে আদালতের কাছে।

ডিবির উপকমিশনার (তেজগাঁও) গোলাম মোস্তফা রাসেল প্রথম আলোকে বলেন, ‌আমরা শক্ত ভিত্তির ওপর মামলাটাকে দাঁড় করাতে চাইছি। সে কারণেই আরিফুল হক চৌধুরীকে আবারও রিমান্ডে চেয়েছি। এ বিষয়ে আদালত শুনানি শেষে সিদ্ধান্ত জানাবেন।’

স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে চুক্তির শর্ত ভেঙে প্রথমে টাকার বিনিময়ে নমুনা পরীক্ষা করা ও পরে ভুয়া সনদ দেওয়ার অভিযোগে গত ২৩ জুন পুলিশের তেজগাঁও বিভাগ জেকেজির প্রধান সমন্বয়ক আরিফুল হক চৌধুরীসহ ছয়জনকে গ্রেপ্তার করেন। জেকেজির চেয়ারম্যান সাবরিনা শারমিন হুসেইন ওরফে সাবরিনা আরিফ চৌধুরী গ্রেপ্তার হন রোববার।

সোমবার মামলাটি ডিবিতে হস্তান্তরের সিদ্ধান্ত হয়। রিমান্ডের দ্বিতীয় দিনে তদন্ত সংশ্লিষ্ট ডিবির একজন কর্মকর্তা বলেন, জেকেজিতে অপরাধ হয়েছে এ ব্যাপারে তাঁরা নিশ্চিত। কার দায় কতটুকু তা নির্ধারণে এখন কাজ করছেন তাঁরা।

স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতি নিয়ে জেকেজি সরকারি তিতুমীর কলেজকে তাদের কর্মীদের প্রশিক্ষণ কেন্দ্র ও অস্থায়ী আবাসস্থল হিসেবে ব্যবহার করছিল। পিপিইসহ আনুষঙ্গিক জিনিসপত্র দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

মঙ্গলবার কলেজ কর্তৃপক্ষ স্বাস্থ্য অধিদপ্তরের কাছে জিনিসপত্রগুলো বুঝিয়ে দেয়। এর মধ্যে ৩৪৪৬টি পিপিইসহ স্যাম্পল কালেকশন বক্স, স্প্রে বোতল, স্যালাইন, মাল্টিপ্লাগ, সফট স্ট্রিপ, শু – কাভার, হেডক্যাপ, বায়োহ্যাজার্ড রোধী ব্যাগ, বৈদ্যুতিক কেটলি ও চশমা রয়েছে।

জেকেজির জিম্মায় থাকা ল্যাপটপ থেকে ১৫ হাজার ভুয়া সনদ জব্দ করেছে পুলিশ।

Tag :
জনপ্রিয়

৩ এপ্রিল ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

মুখোমুখি করা হবে জেকেজির আরিফ-সাবরিনাকে

প্রকাশিত : ০৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০

নমুনা পরীক্ষার নামে জালজালিয়াতির অভিযোগ তদন্তে গোয়েন্দা পুলিশ (ডিবি) এবার সাবরিনা আরিফ চৌধুরী ও তাঁর স্বামী আরিফুল হক চৌধুরীকে মুখোমুখি করবে। এদিকে মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) আরিফুলকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে আদালতের কাছে।

ডিবির উপকমিশনার (তেজগাঁও) গোলাম মোস্তফা রাসেল প্রথম আলোকে বলেন, ‌আমরা শক্ত ভিত্তির ওপর মামলাটাকে দাঁড় করাতে চাইছি। সে কারণেই আরিফুল হক চৌধুরীকে আবারও রিমান্ডে চেয়েছি। এ বিষয়ে আদালত শুনানি শেষে সিদ্ধান্ত জানাবেন।’

স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে চুক্তির শর্ত ভেঙে প্রথমে টাকার বিনিময়ে নমুনা পরীক্ষা করা ও পরে ভুয়া সনদ দেওয়ার অভিযোগে গত ২৩ জুন পুলিশের তেজগাঁও বিভাগ জেকেজির প্রধান সমন্বয়ক আরিফুল হক চৌধুরীসহ ছয়জনকে গ্রেপ্তার করেন। জেকেজির চেয়ারম্যান সাবরিনা শারমিন হুসেইন ওরফে সাবরিনা আরিফ চৌধুরী গ্রেপ্তার হন রোববার।

সোমবার মামলাটি ডিবিতে হস্তান্তরের সিদ্ধান্ত হয়। রিমান্ডের দ্বিতীয় দিনে তদন্ত সংশ্লিষ্ট ডিবির একজন কর্মকর্তা বলেন, জেকেজিতে অপরাধ হয়েছে এ ব্যাপারে তাঁরা নিশ্চিত। কার দায় কতটুকু তা নির্ধারণে এখন কাজ করছেন তাঁরা।

স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতি নিয়ে জেকেজি সরকারি তিতুমীর কলেজকে তাদের কর্মীদের প্রশিক্ষণ কেন্দ্র ও অস্থায়ী আবাসস্থল হিসেবে ব্যবহার করছিল। পিপিইসহ আনুষঙ্গিক জিনিসপত্র দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

মঙ্গলবার কলেজ কর্তৃপক্ষ স্বাস্থ্য অধিদপ্তরের কাছে জিনিসপত্রগুলো বুঝিয়ে দেয়। এর মধ্যে ৩৪৪৬টি পিপিইসহ স্যাম্পল কালেকশন বক্স, স্প্রে বোতল, স্যালাইন, মাল্টিপ্লাগ, সফট স্ট্রিপ, শু – কাভার, হেডক্যাপ, বায়োহ্যাজার্ড রোধী ব্যাগ, বৈদ্যুতিক কেটলি ও চশমা রয়েছে।

জেকেজির জিম্মায় থাকা ল্যাপটপ থেকে ১৫ হাজার ভুয়া সনদ জব্দ করেছে পুলিশ।