ফেনীতে করোনাভাইরাস সংক্রমণের উপসর্গ নিয়ে মৃত্যুর দুদিন পর গতকাল সোমবার জানা গেল মৃত দুজন করোনা পজেটিভ ছিলেন।
দুজনের একজন (৭৮) ফেনী পৌরসভার এবং আরেকজন (৬৫) দাগনভূঁঞা উপজেলার। তাঁরা ৫ জুন মারা যান। আজ মঙ্গলবার সকালে জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেন।
ফেনীর সিভিল সার্জন মো. সাজ্জাদ হোসেন বলেন, দুই প্রবীণই ৫ জুন ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মারা যান। মৃত্যুর আগেই ওই দিন তাঁদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজে পাঠানা হয়। গতকাল পাওয়া নমুনা পরীক্ষার ফলাফলে তাঁদের করোনা পজিটিভ এসেছে।
সিভিল সার্জন আরও বলেন, এই দুজনসহ ফেনী জেলায় নয়জন কোভিড–১৯ রোগীর মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা ৩২০। সুস্থ হয়েছেন ৬৮ জন।