মাদারীপুরের রাজৈরে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় রাজৈর-দুর্গাবর্দ্দী বাইপাস সড়কের দুর্গাবর্দ্দী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতেরা হলো, সদর উপজেলার হাউসদী গ্রামের মো. শওকত শেখের ছেলে সাফিন শেখ (১৭) ও রাজৈর উপজেলার বদরপাশা গ্রামের খলিলুর রহমানের ছেলে সাফায়েত হোসেন রনি (১৮)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে মোটরসাইকেল নিয়ে বন্ধু সাফিনের সঙ্গে ঘুরতে বের হয় সাফায়েত। রাজৈর থেকে দুর্গাবর্দ্দী এলাকায় এলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর পড়ে যায়। এ সময় চালক সাফিন ও সাফায়েত গুরুতর আহত হয়। তাদের দুজনকে উদ্ধার করে প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য দুজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হলে রাত সাড়ে ৮টার দিকে দুজনেরই মৃত্যু হয়।
মাদারীপুরের রাজৈর থানার পরিদর্শক (ওসি) মো. শেখ সাদী মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কিশোরের মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।