ঢাকা , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
৩ এপ্রিল ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি বাংলাদেশ সাবমেরিন কেব্‌ল কোম্পানির সব ধরনের ইন্টারনেটের দাম কমছে ১০ শতাংশ। রমজানে মাধ্যমিক স্কুল খোলা থাকবে ১৫ দিন, প্রাথমিক স্কুল ১০ দিন খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হচ্ছে টেকনাফ সীমান্তের হোয়াইক্যং এলাকা দিয়ে আজ অস্ত্র নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে মিয়ানমারের সেনা সাদ সাহেব রুজু করার পর দেওবন্দের মাসআলা খতম হয়ে গেছে : মাওলানা আরশাদ মাদানী চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনের বয়ান পুলিশ সদস্যসহ বিশ্ব ইজতেমায় ৭ জনের মৃত্যু বর্তমান সরকারের সঙ্গে সব দেশ কাজ করতে চায়: পররাষ্ট্রমন্ত্রী জয়পুরহাটে স্কুলছাত্র হত্যায় ১১ জনের মৃত্যুদণ্ড

কিশোরকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ব্যবসায়ী আটক

  • নিউজ ডেস্ক
  • প্রকাশিত : ০২:০৬ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২০
  • ৭৯২ পঠিত

লালমনিরহাট শহরে ইজিবাইক থেকে তেল চুরির অভিযোগে এক কিশোরকে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ গতকাল মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে ব্যবসায়ী আশরাফ আলী লালকে (৫৫) আটক করে। শহরের টিঅ্যান্ডটি মোড়ের বিপরীতে অবস্থিত বাসা থেকে তাঁকে আটক করা হয়।


২ মিনিট ৪৩ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, ব্যবসায়ী আশরাফের মালিকানাধীন মিশন মোড়ের বহুতল সীমান্ত শপিং কমপ্লেক্সের নিচ তলায় কিশোরকে আটকে রাখা হয়েছে। মেঝেতে ফেলে তিনিসহ কয়েকজন মারধর করছেন। কিশোরটি ছেড়ে দেওয়ার আকুতি জানালেও সেখানে উপস্থিত কেউ তাকে রক্ষা করতে এগিয়ে আসেনি।


পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল সকালে ব্যবসায়ী আশরাফের শপিং কমপ্লেক্সের সামনে একটি ইজিবাইক থেকে তেল চুরির ঘটনা ঘটে। চুরির অভিযোগে কিশোরকে আটক করে পুলিশের কাছে না দিয়ে ব্যবসায়ী আশরাফের হাতে তুলে দেওয়া হয়। তখন তিনি ওই কিশোরকে মেঝেতে ফেলে জুতা পায়ে তার মাথা, মুখ ও গলা চেপে ধরে নির্যাতন করেন।


লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম বলেন, পুলিশ সুপারের (এসপি) নির্দেশে কিশোরকে নির্যাতনের অভিযোগে ব্যবসায়ী আশরাফ আলী লালকে আটক করে থানায় নেওয়া হয়েছে। আজ বুধবার ভোরে নির্যাতনের শিকার কিশোরকে লালমনিরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় আশরাফকে প্রধান আসামি করে মামলার প্রস্তুতি চলছে।


লালমনিরহাটের এসপি আবিদা সুলতানা বলেন, ‘ওই কিশোরকে নির্যাতনের ভিডিও আমি গতকাল রাত ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেখতে পাই। এ বিষয়ে সদর থানার ওসিকে খোঁজ নেওয়ার নির্দেশ দিই।’ তিনি বলেন, কাউকে আইন নিজের হাতে তুলে নিয়ে বেআইনি কাজ করতে দেওয়া হবে না; তাঁর পরিচয় যা–ই হোক না কেন।

Tag :
জনপ্রিয়

৩ এপ্রিল ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

কিশোরকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ব্যবসায়ী আটক

প্রকাশিত : ০২:০৬ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২০

লালমনিরহাট শহরে ইজিবাইক থেকে তেল চুরির অভিযোগে এক কিশোরকে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ গতকাল মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে ব্যবসায়ী আশরাফ আলী লালকে (৫৫) আটক করে। শহরের টিঅ্যান্ডটি মোড়ের বিপরীতে অবস্থিত বাসা থেকে তাঁকে আটক করা হয়।


২ মিনিট ৪৩ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, ব্যবসায়ী আশরাফের মালিকানাধীন মিশন মোড়ের বহুতল সীমান্ত শপিং কমপ্লেক্সের নিচ তলায় কিশোরকে আটকে রাখা হয়েছে। মেঝেতে ফেলে তিনিসহ কয়েকজন মারধর করছেন। কিশোরটি ছেড়ে দেওয়ার আকুতি জানালেও সেখানে উপস্থিত কেউ তাকে রক্ষা করতে এগিয়ে আসেনি।


পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল সকালে ব্যবসায়ী আশরাফের শপিং কমপ্লেক্সের সামনে একটি ইজিবাইক থেকে তেল চুরির ঘটনা ঘটে। চুরির অভিযোগে কিশোরকে আটক করে পুলিশের কাছে না দিয়ে ব্যবসায়ী আশরাফের হাতে তুলে দেওয়া হয়। তখন তিনি ওই কিশোরকে মেঝেতে ফেলে জুতা পায়ে তার মাথা, মুখ ও গলা চেপে ধরে নির্যাতন করেন।


লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম বলেন, পুলিশ সুপারের (এসপি) নির্দেশে কিশোরকে নির্যাতনের অভিযোগে ব্যবসায়ী আশরাফ আলী লালকে আটক করে থানায় নেওয়া হয়েছে। আজ বুধবার ভোরে নির্যাতনের শিকার কিশোরকে লালমনিরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় আশরাফকে প্রধান আসামি করে মামলার প্রস্তুতি চলছে।


লালমনিরহাটের এসপি আবিদা সুলতানা বলেন, ‘ওই কিশোরকে নির্যাতনের ভিডিও আমি গতকাল রাত ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেখতে পাই। এ বিষয়ে সদর থানার ওসিকে খোঁজ নেওয়ার নির্দেশ দিই।’ তিনি বলেন, কাউকে আইন নিজের হাতে তুলে নিয়ে বেআইনি কাজ করতে দেওয়া হবে না; তাঁর পরিচয় যা–ই হোক না কেন।