গত রাতে রোমার বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে ইন্টার। ফলে সিরি ‘আ’ এর শিরোপাদৌড়ে জুভেন্টাসের চেয়ে বেশ পিছিয়েই গেল তাঁরা
ইন্টারের কাছে ম্যাচটা ছিল শীর্ষে থাকা জুভেন্টাসের সঙ্গে ব্যবধান কমানোর উপলক্ষ। ব্যবধান আর কমানো গেল কই!
রোমার বিপক্ষে ২-২ গোলে ড্র করে শীর্ষে থাকা জুভেন্টাসের চেয়ে পাঁচ পয়েন্টে পিছিয়ে গেল ইন্টার মিলান। হাতে থাকা ম্যাচটা জিতলেই আট পয়েন্টের সুস্পষ্ট ব্যবধানে এগিয়ে যাবে জুভেন্টাস। টানা নবম লিগ শিরোপার পথেও এগিয়ে যাবে আরেক ধাপ। মৌসুমের শুরুতে যে ইন্টার জুভেন্টাসের লিগ আধিপত্য ভাঙার জন্য মুখিয়ে ছিল, মৌসুমের শেষে সেই ইন্টারই এখন একের পর এক পয়েন্ট হারানোর ধাক্কায় বিবশ।
ম্যাচে গোলের শুরুটা করেছিল ইন্টারই। ১৫ মিনিটে কর্নার থেকে আসা বলে মাথা ঠেকিয়ে নেরাজ্জুরিদের এগিয়ে দিয়েছিলেন ডাচ ডিফেন্ডার স্টেফান ডে ভ্রাই। কিন্তু নায়ক থেকে খলনায়ক হতে মোটেও সময় লাগেনি এই তারকার। ৪৫ মিনিটে রোমার লেফটব্যাক লিওনার্দো স্পিনাজোলার শট ডে ভ্রাইয়ের পায়ে লেগে দিক পরিবর্তন করে ঢুকে যায় জালে। তার আরও ১২ মিনিট পর ওই ডে ভ্রাইয়েরই আরেকটি ভুলে এগিয়ে যায় রোমা।
বসনিয়ার স্ট্রাইকার এডিন জেকোর সঙ্গে দুর্দান্তভাবে সমন্বয় করে গোল করেন আর্মেনিয়ার মিডফিল্ডার হেনরিক মিখিতারিয়ান। ম্যাচের একদম শেষদিকে এসে পেনাল্টিতে গোল করে এক পয়েন্ট উদ্ধার করেন রোমেলু লুকাকু।
যদিও শিরোপা-স্বপ্ন বাঁচাতে এক পয়েন্টের চেয়েও বেশি কিছু দরকার ছিল ইন্টারের!