এখন বাড়ির বাইরে এক পা মানেই মুখ ঢাকা মাস্কে। সেখানে শেফ আলি খান, করিনা কপূর এবং তাঁদের একরত্তি সন্তান তৈমুর আলি খানকে মুম্বইয়ের মেরিন ড্রাইভে ঘুরতে দেখা গেছে মাস্ক ছাড়াই।
কোন সাহসে মাস্ক না পরে সমুদ্র সৈকতে ঘুরছেন তাঁরা?
শেফের এই যুক্তি শুনে সন্তুষ্ট হননি নেটাগরিকেরা। তাঁদের দাবি, যাঁদের সন্তান এত ছোট সেই মা-বাবা কী করে এমন ঝুঁকি নেন?
এর উত্তরে শেফের সাফাই, “বাড়িতেও সারাক্ষণ মাস্ক পরে থাকার জন্য ত্বকে অস্বস্তি দেখা দিচ্ছিল। তাই আমরা ফাঁকা মেরিন ড্রাইভে প্রাকৃতিক হাওয়া ত্বকে লাগানোর জন্যই মাস্ক খুলে রেখেছিলাম। আমাদের সঙ্গে মাস্ক ছিল। বিচে লোক আসতেই তিন জনে মাস্ক পরে নিই। সঙ্গে সঙ্গে মেরিন ড্রাইভ ছেড়ে ফিরে আসি বাড়িতে।”
“আমরা যে বাড়িতেও মাস্ক পরছি, ঘর থেকে বের হচ্ছি না, বাইরের কাউকে বাড়িতে ঢুকতে দিচ্ছি না, এ কথা কিন্তু সংবাদমাধ্যম জানাচ্ছে না”– অনুযোগ ‘তশন’ অভিনেতার।
সম্প্রতি, সারা আলি খানের ড্রাইভারের কোভিড ধরা পড়েছে। বিষয়টি নিয়ে শেফের বক্তব্য, দেশের পরিস্থিতি যা তাতে যে কোনও মানুষ যে কোনও সময় সংক্রমিত হতে পারেন।