নীলফামারী-সৈয়দপুর সড়কের ওয়াপদা নুতন হাট এলাকায় বাসের চাপায় রোকেয়া বেওয়া (৬৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার রাত পৌনে ১০টার দিকে।
নিহত বৃদ্ধা সৈয়দপুরের ওয়াপদা নতুনহাট চৌধুরীপাড়ার বাসিন্দা মৃত শরফুদ্দিনের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, নীলফামারী থেকে ঢাকাগামী একটি বাস দ্রুতগতিতে আসছিল। ওই বৃদ্ধা সড়ক পার হওয়ার সময় বাসটি তাঁকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় তাৎক্ষণিক লোকজন সড়ক অবরোধ করে বিচার দাবি করেন। পরে সৈয়দপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ থানায় নিয়ে আসা হয়েছে। আজ মঙ্গলবার ময়নাতদন্তের জন্য মৃতদেহ নীলফামারী মর্গে পাঠানো হবে।