হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন বলিউড তারকা মডেল জুনাইদ শাহ। মাত্র ২৮ বছর বয়সেই থেমে গেল কাশ্মীরি এই যুককের জীবন। শুক্রবার টুইটের জুনাইদের মৃত্যুর খবরটি জানান তার সাবেক প্রতিবেশী এবং কাশ্মীরের সাংবাদিক ইউসুফ জামিল।
টুইটে তিনি লিখেছেন, আমাদের পুরনো প্রতিবেশী নিসার আহমেদের ছেলে জুনাইদ হৃদরোগে আক্রান্ত হয়ে গতরাতে (বৃহস্পতিবার) মারা গেছেন। সবাই বলে, তিনি বলিউড অভিনেতা রণবীর কাপুরের মতো দেখতে। আমি বলি, তার বাবা-মা ও কাশ্মীরের কাছে তিনি ছিলেন একটি বড় আশা ও শক্তি।
তিনি আরও জানান, ২৮ বছর বয়সী জুনাইদ মাসখানেক আগেই মা-বাবার সঙ্গে মুম্বাই থেকে ফিরেছেন। মুম্বাইয়ে তিনি মডেলিং করতেন। তিনি অনুপম খেরের অ্যাক্টিং স্কুলেও ভর্তি হয়েছিলেন। ইতোপূর্বে তার হৃদরোগের কথা কখনো শোনা যায়নি।
বেশ কয়েক বছর আগে নেটদুনিয়ায় জুনাইদ শাহের ছবি ভাইরাল হয়েছিল। কাশ্মীরের এই তরুণ দেখতে হুবহু রণবীর কাপুরের মতো হওয়ায় রাতারাতি পরিচিত মুখ হয়ে ওঠেন সবার কাছে। এমনকি রণবীর কাপুরের বাবা প্রয়াত ঋষি কাপুর টুইটারে একবার তাকে নিয়ে মন্তব্য করেছিলেন।