গ্রাহক এবং ব্যাঙ্ককর্মীদের নাকের ডগা দিয়ে মাত্র ৩০ সেকেন্ডে ১০ লক্ষ টাকা চুরি করে চম্পট দিল বছর দশেকের এক বালক। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের নিমাচে।
বৃহস্পতিবার সকাল তখন ১১টা। ব্যাঙ্কে বিভিন্ন কাউন্টারের সামনে গ্রাহকদের লাইন। নোংরা, ছেঁড়া পোশাকে ব্যাঙ্কে ঢোকে বছর দশেকের একটি ছেলে। বেঁটে-খাটো চেহারার ছেলেটি ভিড়ের মধ্যে মিশে যায়। ব্যাঙ্কে গ্রাহক থাকলেও ছেলেটির দিকে খুব একটা নজরও দেননি কেউ।
পুলিশ জানিয়েছে, ছেলেটির উচ্চতা খাটো হওয়ায় কারওরই নজরে আসেনি। ফলে এই সুযোগ নিয়ে টাকা হাতিয়ে নেয় সে। পুলিশের সন্দেহ, এর পিছনে বড় কোনও গ্যাং রয়েছে। যারা বাচ্চাদের দিয়ে এ ধরনের অপরাধমূলক কাজ করাচ্ছে।
নিমাচে শিশুদের দিয়ে চুরির ঘটনা সম্প্রতি বেড়েছে বলে জানিয়েছে পুলিশ। ব্যাঙ্কে চুরির ঘটনার সঙ্গে ওই গ্যাংটি জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সুপার জানিয়েছেন।