ঢাকা , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
৩ এপ্রিল ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি বাংলাদেশ সাবমেরিন কেব্‌ল কোম্পানির সব ধরনের ইন্টারনেটের দাম কমছে ১০ শতাংশ। রমজানে মাধ্যমিক স্কুল খোলা থাকবে ১৫ দিন, প্রাথমিক স্কুল ১০ দিন খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হচ্ছে টেকনাফ সীমান্তের হোয়াইক্যং এলাকা দিয়ে আজ অস্ত্র নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে মিয়ানমারের সেনা সাদ সাহেব রুজু করার পর দেওবন্দের মাসআলা খতম হয়ে গেছে : মাওলানা আরশাদ মাদানী চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনের বয়ান পুলিশ সদস্যসহ বিশ্ব ইজতেমায় ৭ জনের মৃত্যু বর্তমান সরকারের সঙ্গে সব দেশ কাজ করতে চায়: পররাষ্ট্রমন্ত্রী জয়পুরহাটে স্কুলছাত্র হত্যায় ১১ জনের মৃত্যুদণ্ড

৩০ সেকেন্ডে ব্যাঙ্ক থেকে ১০ লক্ষ টাকা নিয়ে চম্পট দিল ১০ বছরের ছেলে

  • নিউজ ডেস্ক
  • প্রকাশিত : ১০:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২০
  • ৮০৯ পঠিত

গ্রাহক এবং ব্যাঙ্ককর্মীদের নাকের ডগা দিয়ে মাত্র ৩০ সেকেন্ডে ১০ লক্ষ টাকা চুরি করে চম্পট দিল বছর দশেকের এক বালক। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের নিমাচে।

বৃহস্পতিবার সকাল তখন ১১টা। ব্যাঙ্কে বিভিন্ন কাউন্টারের সামনে গ্রাহকদের লাইন। নোংরা, ছেঁড়া পোশাকে ব্যাঙ্কে ঢোকে বছর দশেকের একটি ছেলে। বেঁটে-খাটো চেহারার ছেলেটি ভিড়ের মধ্যে মিশে যায়। ব্যাঙ্কে গ্রাহক থাকলেও ছেলেটির দিকে খুব একটা নজরও দেননি কেউ।

ছেলেটি গুটিগুটি পায়ে ক্যাশ কাউন্টারের সামনে এসে দাঁড়ায়। বেশ কিছু ক্ষণ সেখানে দাঁড়িয়েছিল। ক্যাশিয়ার কাউন্টার ছেড়ে সবে পাশের ঘরে গিয়েছিলেন, সেই সুযোগ নিয়ে কাউন্টারে ঢুকে কয়েক সেকেন্ডে কয়েকটি ৫০০ টাকার বান্ডিল নিয়ে এক ছুটে দরজা দিয়ে বেরিয়ে যায়। ছেলেটিকে ছুটে বেরিয়ে যেতে দেখে প্রথমে সন্দেহ হয় নিরাপত্তারক্ষীর। তার পরেই বিষয়টি প্রকাশ্যে আসে। কিন্তু তত ক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে।

পুলিশ জানিয়েছে, ছেলেটির উচ্চতা খাটো হওয়ায় কারওরই নজরে আসেনি। ফলে এই সুযোগ নিয়ে টাকা হাতিয়ে নেয় সে। পুলিশের সন্দেহ, এর পিছনে বড় কোনও গ্যাং রয়েছে। যারা বাচ্চাদের দিয়ে এ ধরনের অপরাধমূলক কাজ করাচ্ছে।

নিমাচের পুলিশ সুপার জানিয়েছেন, ব্যাঙ্কের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে। সেখানে দেখা গিয়েছে বছর কুড়ির এক যুবক অনেক আগে থেকে ব্যাঙ্কের ভিতরে ছিল। তাঁর ইশারাতেই ছেলেটি ব্যাঙ্কে ঢুকে টাকা নিয়ে চম্পট দেয়। গোটা বিষয়টি ওই যুবকই পরিচালনা করছিল বলে ধারণা পুলিশের। সিসিটিভি ফুটেজে আরও দেখা যায়, ছেলেটি ছুটে বেরিয়ে যাওয়ার পর পরই যুবকটিও ব্যাঙ্ক থেকে তড়িঘড়ি সরে পড়ে।

নিমাচে শিশুদের দিয়ে চুরির ঘটনা সম্প্রতি বেড়েছে বলে জানিয়েছে পুলিশ। ব্যাঙ্কে চুরির ঘটনার সঙ্গে ওই গ্যাংটি জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সুপার জানিয়েছেন।

Tag :
জনপ্রিয়

৩ এপ্রিল ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

৩০ সেকেন্ডে ব্যাঙ্ক থেকে ১০ লক্ষ টাকা নিয়ে চম্পট দিল ১০ বছরের ছেলে

প্রকাশিত : ১০:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২০

গ্রাহক এবং ব্যাঙ্ককর্মীদের নাকের ডগা দিয়ে মাত্র ৩০ সেকেন্ডে ১০ লক্ষ টাকা চুরি করে চম্পট দিল বছর দশেকের এক বালক। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের নিমাচে।

বৃহস্পতিবার সকাল তখন ১১টা। ব্যাঙ্কে বিভিন্ন কাউন্টারের সামনে গ্রাহকদের লাইন। নোংরা, ছেঁড়া পোশাকে ব্যাঙ্কে ঢোকে বছর দশেকের একটি ছেলে। বেঁটে-খাটো চেহারার ছেলেটি ভিড়ের মধ্যে মিশে যায়। ব্যাঙ্কে গ্রাহক থাকলেও ছেলেটির দিকে খুব একটা নজরও দেননি কেউ।

ছেলেটি গুটিগুটি পায়ে ক্যাশ কাউন্টারের সামনে এসে দাঁড়ায়। বেশ কিছু ক্ষণ সেখানে দাঁড়িয়েছিল। ক্যাশিয়ার কাউন্টার ছেড়ে সবে পাশের ঘরে গিয়েছিলেন, সেই সুযোগ নিয়ে কাউন্টারে ঢুকে কয়েক সেকেন্ডে কয়েকটি ৫০০ টাকার বান্ডিল নিয়ে এক ছুটে দরজা দিয়ে বেরিয়ে যায়। ছেলেটিকে ছুটে বেরিয়ে যেতে দেখে প্রথমে সন্দেহ হয় নিরাপত্তারক্ষীর। তার পরেই বিষয়টি প্রকাশ্যে আসে। কিন্তু তত ক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে।

পুলিশ জানিয়েছে, ছেলেটির উচ্চতা খাটো হওয়ায় কারওরই নজরে আসেনি। ফলে এই সুযোগ নিয়ে টাকা হাতিয়ে নেয় সে। পুলিশের সন্দেহ, এর পিছনে বড় কোনও গ্যাং রয়েছে। যারা বাচ্চাদের দিয়ে এ ধরনের অপরাধমূলক কাজ করাচ্ছে।

নিমাচের পুলিশ সুপার জানিয়েছেন, ব্যাঙ্কের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে। সেখানে দেখা গিয়েছে বছর কুড়ির এক যুবক অনেক আগে থেকে ব্যাঙ্কের ভিতরে ছিল। তাঁর ইশারাতেই ছেলেটি ব্যাঙ্কে ঢুকে টাকা নিয়ে চম্পট দেয়। গোটা বিষয়টি ওই যুবকই পরিচালনা করছিল বলে ধারণা পুলিশের। সিসিটিভি ফুটেজে আরও দেখা যায়, ছেলেটি ছুটে বেরিয়ে যাওয়ার পর পরই যুবকটিও ব্যাঙ্ক থেকে তড়িঘড়ি সরে পড়ে।

নিমাচে শিশুদের দিয়ে চুরির ঘটনা সম্প্রতি বেড়েছে বলে জানিয়েছে পুলিশ। ব্যাঙ্কে চুরির ঘটনার সঙ্গে ওই গ্যাংটি জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সুপার জানিয়েছেন।