দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানে করোনার আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি বাড়ছে। বিশ্বের ১৬তম দেশ হিসেবে ছয় সংখ্যার ঘরে পৌঁছাল দেশটি।
সোমবার পাকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় এ খবর জানিয়েছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪ হাজার ৭২৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। ফলে দেশটিতে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩ হাজার ৬৭১ জন।
এর আগে আক্রান্তের দিক দিয়ে ছয় সংখ্যার ঘরে ১৫তম দেশ হিসেবে সৌদি আরব নাম লেখায়। তবে রিয়াদ ১ লাখ এক হাজার ৯১৪ জন আক্রান্তের সংখ্যা নিয়ে পাকিস্তানের পরেই অবস্থান করছে।
দক্ষিণ এশিয়ার অঞ্চলে ভারতের পরেই আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তান।
ডন অনলাইনের খবরে বলা হয়েছে, পাকিস্তানে দারিদ্রতা বৃদ্ধি ও অর্থনৈতির অবস্থা ধস নামতে থাকায় লকডাউনের কড়া বিধিনিষেধ তুলে নিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান।