ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
৩ এপ্রিল ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি বাংলাদেশ সাবমেরিন কেব্‌ল কোম্পানির সব ধরনের ইন্টারনেটের দাম কমছে ১০ শতাংশ। রমজানে মাধ্যমিক স্কুল খোলা থাকবে ১৫ দিন, প্রাথমিক স্কুল ১০ দিন খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হচ্ছে টেকনাফ সীমান্তের হোয়াইক্যং এলাকা দিয়ে আজ অস্ত্র নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে মিয়ানমারের সেনা সাদ সাহেব রুজু করার পর দেওবন্দের মাসআলা খতম হয়ে গেছে : মাওলানা আরশাদ মাদানী চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনের বয়ান পুলিশ সদস্যসহ বিশ্ব ইজতেমায় ৭ জনের মৃত্যু বর্তমান সরকারের সঙ্গে সব দেশ কাজ করতে চায়: পররাষ্ট্রমন্ত্রী জয়পুরহাটে স্কুলছাত্র হত্যায় ১১ জনের মৃত্যুদণ্ড

আংটিবদলের খবর দিলেন নুসরাত ফারিয়া

  • নিউজ ডেস্ক
  • প্রকাশিত : ১১:৫৬ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০
  • ৮৪৪ পঠিত

আংটিবদলের খবর দিলেন উপস্থাপিকা ও বড় পর্দার অভিনেত্রী নুসরাত ফারিয়া। এক বছর ধরেই বিনোদন পাড়ায় নুসরাত ফারিয়ার বিয়ের খবর ভাসছিল। প্রেমের সম্পর্কের কথা স্বীকার করলেও এত দিন বিয়ের বিষয়টি অস্বীকার করে আসছিলেন তিনি।

রনি রিয়াদ রশিদ নামে একজনের সঙ্গে আংটিবদলের খবর দিলেন এই অভিনেত্রী। সোমবার বিকেলে তাঁর ফেসবুক পেজে তিনি খবরটি নিজেই প্রকাশ করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘বন্ধুদের ও পরিবারের সমর্থন এবং আশীর্বাদ নিয়ে সাত বছরের সম্পর্কের পূর্ণতা পেয়েছে গত মার্চ মাসে। এখন আমরা এনগেজড।’

এরপর ফারিয়ার সঙ্গে মুঠোফোনে প্রথম আলো থেকে যোগাযোগ করা হয়। তিনি তেমন কিছুই বলতে চাননি। শুধু জানালেন, ঢাকার বাইরে আছেন। প্রায় তিন মাস ঢাকার বাইরে। মাঝে দুদিনের জন্য ঢাকা গিয়েছিলেন। ফেসবুকে আংটিবদলের খবরের ব্যাপারে ফারিয়া বলেন, ‘মার্চ মাসে আমাদের আংটিবদল হয়েছে। আমার হবু বরের নাম রনি রিয়াদ রশিদ। একটি টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠানের সিইও হিসেবে কর্মরত আছেন। আমরা দুই পরিবারের মতামতে গত মার্চ মাসে আংটিবদল করেছি। বিয়ের অনুষ্ঠান এখনো ঠিক হয়নি। পরে জানাব।’

এখন কি হবু শ্বশুরবাড়িতে আছেন? জানতে চাইলে তিনি বলেন, ‘না না, আমি এখনই যাব কেন? তবে বিভিন্ন অনুষ্ঠানে যাওয়া হয়। তা ছাড়া ফোনে হবু শ্বশুরবাড়ির সঙ্গে নিয়মিত যোগাযোগ হয়। এখন একটু ব্যস্ত আছি। পরে সব জানাব।’ এইটুকু বলেই ফোন কেটে দেন ফারিয়া।

আংটিবদলের আগে থেকেই ফারিয়ার সঙ্গে রনির পরিবারের সবার সঙ্গে চমৎকার সম্পর্ক। শ্বশুর-শাশুড়িসহ ফারিয়া পারিবারিক বিভিন্ন অনুষ্ঠানেও অংশ নিয়েছেন। ২০১৮ সালে ময়মনসিংহের ত্রিশালের রাইমনি গ্রামে হবু শ্বশুরের প্রতিষ্ঠিত স্কুলে তাঁর গাওয়া ‘পটাকা’ গানের আয় থেকে একটা অংশ স্কুলের তহবিলে দান করেন।

গত ৬ মার্চ মুক্তি পায় নুসরাত ফারিয়া অভিনীত সর্বশেষ ছবি ‘শাহেনশাহ’। ইতিমধ্যে কাজ করেছেন দীপংকর দীপনের ‘অপারেশন সুন্দরবন’ সিনেমায়। আর শিহাব শাহীনের ‘যদি…কিন্তু…তবুও’ ছবির শুটিং শুরু করেও করোনার কারণে বন্ধ করে দিতে হয়।

Tag :
জনপ্রিয়

৩ এপ্রিল ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

আংটিবদলের খবর দিলেন নুসরাত ফারিয়া

প্রকাশিত : ১১:৫৬ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০

আংটিবদলের খবর দিলেন উপস্থাপিকা ও বড় পর্দার অভিনেত্রী নুসরাত ফারিয়া। এক বছর ধরেই বিনোদন পাড়ায় নুসরাত ফারিয়ার বিয়ের খবর ভাসছিল। প্রেমের সম্পর্কের কথা স্বীকার করলেও এত দিন বিয়ের বিষয়টি অস্বীকার করে আসছিলেন তিনি।

রনি রিয়াদ রশিদ নামে একজনের সঙ্গে আংটিবদলের খবর দিলেন এই অভিনেত্রী। সোমবার বিকেলে তাঁর ফেসবুক পেজে তিনি খবরটি নিজেই প্রকাশ করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘বন্ধুদের ও পরিবারের সমর্থন এবং আশীর্বাদ নিয়ে সাত বছরের সম্পর্কের পূর্ণতা পেয়েছে গত মার্চ মাসে। এখন আমরা এনগেজড।’

এরপর ফারিয়ার সঙ্গে মুঠোফোনে প্রথম আলো থেকে যোগাযোগ করা হয়। তিনি তেমন কিছুই বলতে চাননি। শুধু জানালেন, ঢাকার বাইরে আছেন। প্রায় তিন মাস ঢাকার বাইরে। মাঝে দুদিনের জন্য ঢাকা গিয়েছিলেন। ফেসবুকে আংটিবদলের খবরের ব্যাপারে ফারিয়া বলেন, ‘মার্চ মাসে আমাদের আংটিবদল হয়েছে। আমার হবু বরের নাম রনি রিয়াদ রশিদ। একটি টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠানের সিইও হিসেবে কর্মরত আছেন। আমরা দুই পরিবারের মতামতে গত মার্চ মাসে আংটিবদল করেছি। বিয়ের অনুষ্ঠান এখনো ঠিক হয়নি। পরে জানাব।’

এখন কি হবু শ্বশুরবাড়িতে আছেন? জানতে চাইলে তিনি বলেন, ‘না না, আমি এখনই যাব কেন? তবে বিভিন্ন অনুষ্ঠানে যাওয়া হয়। তা ছাড়া ফোনে হবু শ্বশুরবাড়ির সঙ্গে নিয়মিত যোগাযোগ হয়। এখন একটু ব্যস্ত আছি। পরে সব জানাব।’ এইটুকু বলেই ফোন কেটে দেন ফারিয়া।

আংটিবদলের আগে থেকেই ফারিয়ার সঙ্গে রনির পরিবারের সবার সঙ্গে চমৎকার সম্পর্ক। শ্বশুর-শাশুড়িসহ ফারিয়া পারিবারিক বিভিন্ন অনুষ্ঠানেও অংশ নিয়েছেন। ২০১৮ সালে ময়মনসিংহের ত্রিশালের রাইমনি গ্রামে হবু শ্বশুরের প্রতিষ্ঠিত স্কুলে তাঁর গাওয়া ‘পটাকা’ গানের আয় থেকে একটা অংশ স্কুলের তহবিলে দান করেন।

গত ৬ মার্চ মুক্তি পায় নুসরাত ফারিয়া অভিনীত সর্বশেষ ছবি ‘শাহেনশাহ’। ইতিমধ্যে কাজ করেছেন দীপংকর দীপনের ‘অপারেশন সুন্দরবন’ সিনেমায়। আর শিহাব শাহীনের ‘যদি…কিন্তু…তবুও’ ছবির শুটিং শুরু করেও করোনার কারণে বন্ধ করে দিতে হয়।