ঢাকা , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
৩ এপ্রিল ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি বাংলাদেশ সাবমেরিন কেব্‌ল কোম্পানির সব ধরনের ইন্টারনেটের দাম কমছে ১০ শতাংশ। রমজানে মাধ্যমিক স্কুল খোলা থাকবে ১৫ দিন, প্রাথমিক স্কুল ১০ দিন খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হচ্ছে টেকনাফ সীমান্তের হোয়াইক্যং এলাকা দিয়ে আজ অস্ত্র নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে মিয়ানমারের সেনা সাদ সাহেব রুজু করার পর দেওবন্দের মাসআলা খতম হয়ে গেছে : মাওলানা আরশাদ মাদানী চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনের বয়ান পুলিশ সদস্যসহ বিশ্ব ইজতেমায় ৭ জনের মৃত্যু বর্তমান সরকারের সঙ্গে সব দেশ কাজ করতে চায়: পররাষ্ট্রমন্ত্রী জয়পুরহাটে স্কুলছাত্র হত্যায় ১১ জনের মৃত্যুদণ্ড

আওয়ামী লীগে যোগদান নিয়ে সংঘর্ষে নিহত ১

  • নিউজ ডেস্ক
  • প্রকাশিত : ০৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২০
  • ৬৮৬ পঠিত

বিএনপির নেতা-কর্মীদের আওয়ামী লীগে যোগদান নিয়ে ঝিনাইদহ পৌরসভার খাজুরা এলাকায় দুই পক্ষের সংঘর্ষে ফারুক হোসেন (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় ওই সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

নিহত ফারুক হোসেন খাজুরা গ্রামের গোলাম বারীর ছেলে। সংঘর্ষের পর গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তিনি মারা যান। ফারুক আওয়ামী লীগের কর্মী ছিলেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় খাজুরা এলাকার ৩৫-৪০ জন বিএনপি নেতা-কর্মী আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দেন। আওয়ামী লীগের একাংশ বিষয়টি মেনে নিতে পারেনি। বুধবার সকাল থেকে দলটির নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। দলের সমর্থকদের একটি অংশ সদ্য যোগদান করা নেতা-কর্মীদের ওপর চড়াও হয়। সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। আহত ব্যক্তিদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত ফারুকসহ দুজনকে রাতেই ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে ফারুক মারা যান।

ঝিনাইদহ পৌর আওয়ামী লীগের সাধারণ নজরুল ইসলাম দাবি করেন, খাজুরা গ্রামে দীর্ঘদিন ধরে সামাজিক বিরোধ চলে আসছে। এর জের ধরে ধরে সেখানে সংঘর্ষ হয়েছে। এতে আওয়ামী লীগের এক কর্মী নিহত হয়েছেন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, খাজুরা গ্রামে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Tag :
জনপ্রিয়

৩ এপ্রিল ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

আওয়ামী লীগে যোগদান নিয়ে সংঘর্ষে নিহত ১

প্রকাশিত : ০৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২০

বিএনপির নেতা-কর্মীদের আওয়ামী লীগে যোগদান নিয়ে ঝিনাইদহ পৌরসভার খাজুরা এলাকায় দুই পক্ষের সংঘর্ষে ফারুক হোসেন (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় ওই সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

নিহত ফারুক হোসেন খাজুরা গ্রামের গোলাম বারীর ছেলে। সংঘর্ষের পর গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তিনি মারা যান। ফারুক আওয়ামী লীগের কর্মী ছিলেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় খাজুরা এলাকার ৩৫-৪০ জন বিএনপি নেতা-কর্মী আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দেন। আওয়ামী লীগের একাংশ বিষয়টি মেনে নিতে পারেনি। বুধবার সকাল থেকে দলটির নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। দলের সমর্থকদের একটি অংশ সদ্য যোগদান করা নেতা-কর্মীদের ওপর চড়াও হয়। সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। আহত ব্যক্তিদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত ফারুকসহ দুজনকে রাতেই ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে ফারুক মারা যান।

ঝিনাইদহ পৌর আওয়ামী লীগের সাধারণ নজরুল ইসলাম দাবি করেন, খাজুরা গ্রামে দীর্ঘদিন ধরে সামাজিক বিরোধ চলে আসছে। এর জের ধরে ধরে সেখানে সংঘর্ষ হয়েছে। এতে আওয়ামী লীগের এক কর্মী নিহত হয়েছেন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, খাজুরা গ্রামে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।