ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৪ ঘণ্টায় একজন চিকিৎসক, পুলিশের দুই সদস্য, তিনজন স্বাস্থ্যকর্মীসহ সর্বোচ্চ ৫৩ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এটিই এখন পর্যন্ত জেলায় এক দিনে সবচেয়ে বেশি শনাক্তের সংখ্যা। এখন পর্যন্ত জেলায় কোভিড-১৯-এ আক্রান্ত মানুষের সংখ্যা ২৯৬ জন। আজ শুক্রবার দুপুরে সর্বশেষ নমুনা পরীক্ষার ফল সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছায়।
ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ে করোনার নমুনার ফলাফল সংরক্ষণের দায়িত্বে থাকা চিকিৎসক সুবল সাহা প্রথম আলোকে বলেন, আজ শুক্রবার ২৮৯ জনের নমুনার ফল সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছায়। তাঁদের মধ্যে একজন চিকিৎসক, দুই পুলিশ সদস্যসহ ৫৩ জনের নমুনার ফল পজিটিভ আসে।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, নতুন করে সংক্রমিত লোকজনের মধ্যে জেলা পুলিশ লাইনের এক পুলিশ সদস্যসহ সদর উপজেলার ১৮ জন, আখাউড়ার ৩ জন, নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক ও নাসিরনগর থানার এক পুলিশ সদস্যসহ ৩ জন, আশুগঞ্জের দুজন এবং কসবা উপজেলার ২৭ জন রয়েছেন। এটিই জেলার এখন পর্যন্ত সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। আর ২৭ জন আক্রান্তের সংখ্যাও কসবা উপজেলায় এখন পর্যন্ত সর্বোচ্চ।
এর আগে গতকাল বৃহস্পতিবার ২০ জনের এবং গত বুধবার রাতে দুজন চিকিৎসক ও পুলিশের দুজন এসআইসহ ২৮ জনের করোনার নমুনার ফল পজিটিভ আসে। গত বুধবার রাত সাড়ে ৯টা থেকে শুক্রবার বেলা দেড়টা পর্যন্ত ৬৪ ঘণ্টায় জেলায় শনাক্ত হলেন ১০১ জন। এখন পর্যন্ত শনাক্ত ২৯৬ জনের মধ্যে মারা গেছেন ৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৬ জন। এ পর্যন্ত জেলায় সংগ্রহ করা ৬ হাজার ৪২০ জনের নমুনার মধ্য ৫ হাজার ৪১২টি নমুনার ফল পাওয়া গেছে।