প্রথমবার মা হতে যাচ্ছেন মার্কিন গায়িকা কেটি পেরি। সন্তানের বাবা ব্রিটিশ তারকা অরল্যান্ডো ব্লুমের যেন তর সইছে না। যদিও বাবা হওয়ার অভিজ্ঞতা তাঁর এটাই প্রথম নয়। সাবেক স্ত্রী মডেল মিরান্ডা কেরের সংসারে একটি ছেলের বাবা হয়েছিলেন তিনি। কিন্তু মেয়ে শিশুর বাবা হবেন এবারই প্রথম। এ গ্রীষ্মেই পৃথিবীতে আসছে কেটি-অরল্যান্ডোর কন্যা। মেয়েকে কোলে নেওয়ার জন্য অস্থির হয়ে আছেন ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ তারকা।
মেয়ের বাপ হতে যাচ্ছেন। আপনার অনুভূতি কী? গুড মর্নিং আমেরিকার এক সাক্ষাৎকারে এ প্রশ্নের উত্তরে অরল্যান্ডো বলেন, ‘আমার যে কেমন লাগছে, সেটা শব্দে, ভাষায় প্রকাশ করা যাবে না। আমি একটা ছোট্ট পরির বাবা হব। সময়টা কেমন যেন জাদুর মতো, বাস্তব আর অবাস্তবের মাঝামাঝি। আমি সেই দিনের দিকে তাকিয়ে আছি, যখন ঘুম ঘুম চোখে মেয়েকে ফিডার খাওয়াব, কোলে নিয়ে কান্না থামাব। সেই রাতে পৃথিবী ঘুমাবে, আমি আর মেয়ে জেগে থাকব।’
২০১৬ সালে আংটিবদল করেন কেটি পেরি ও অরল্যান্ডো ব্লুম। ধুমধাম করে বিয়ের ফুরসত আর মেলেনি। অবস্থা বলে দিচ্ছে, মেয়ের মুখে ভাতের দিন হয়তো বিয়েটাও করে ফেলবেন তাঁরা। সূত্র: হলিউড রিপোর্টার্স