ঢাকা , শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
৩ এপ্রিল ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি বাংলাদেশ সাবমেরিন কেব্‌ল কোম্পানির সব ধরনের ইন্টারনেটের দাম কমছে ১০ শতাংশ। রমজানে মাধ্যমিক স্কুল খোলা থাকবে ১৫ দিন, প্রাথমিক স্কুল ১০ দিন খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হচ্ছে টেকনাফ সীমান্তের হোয়াইক্যং এলাকা দিয়ে আজ অস্ত্র নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে মিয়ানমারের সেনা সাদ সাহেব রুজু করার পর দেওবন্দের মাসআলা খতম হয়ে গেছে : মাওলানা আরশাদ মাদানী চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনের বয়ান পুলিশ সদস্যসহ বিশ্ব ইজতেমায় ৭ জনের মৃত্যু বর্তমান সরকারের সঙ্গে সব দেশ কাজ করতে চায়: পররাষ্ট্রমন্ত্রী জয়পুরহাটে স্কুলছাত্র হত্যায় ১১ জনের মৃত্যুদণ্ড

সেই জ্যোতির গল্প আসছে বলিউডের পর্দায়, নাম হবে ‘সাইকেল গার্ল’

  • নিউজ ডেস্ক
  • প্রকাশিত : ০২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২০
  • ৮৪২ পঠিত

এক দুই কিলোমিটার নয়, ১২শ কিলোমিটার পথ সাইকেল চালিয়ে গ্রামে ফিরেছিল কিশোরী জ্যোতি। সাইকেলের পেছনে ছিলেন তার অসুস্থ বাবা। টানা সাতদিন সাইকেল চালাতে হয়েছে তাকে। মাঝে কিছুটা বিশ্রাম নিলেও দুদিন মুখে জোটেনি খাবার। এমনই মর্মস্পর্শী ঘটনা ঘটেছে ভারতের বিহার রাজ্যে ১৫ বছরের মেয়ে জ্যোতি কুমারীর জীবনে। তার এই লড়াইয়ের গল্প এবার দেখা যাবে বলিউডের পর্দায়।

বলিউড পরিচালক বিনোদ কাপড়ি এই উদ্যোগ নিয়েছেন। সিনেমার নাম হবে ‘সাইকেল গার্ল’। ইতোমধ্যে জ্যোতির পরিবারের লোকের সঙ্গে কথাও বলেছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ এক প্রতিবেদনে জানায়, গুরুগ্রামে রিকশা চালাতেন জ্যোতির বাবা মোহন পাসওয়ান। মার্চ মাসের দিকে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। এরপর জ্যোতি গ্রাম থেকে বাবার কাছে যায়। কিন্তু তার পরই কেন্দ্রীয় সরকার লকডাউন ঘোষণা করায় গুরুগ্রামে আটকে পড়ে যায় কিশোরী জ্যোতি। আস্তে আস্তে জমানে টাকাও শেষ হতে থাকে। বাড়ি ভাড়া বকেয়া পড়ে যাওয়ায় বাড়ি ছেড়ে দিতে বলে বাড়িওয়ালা। এ রকম পরিস্থিতিতে বাবাকে নিয়ে গ্রামে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় জ্যোতি।

৫০০ টাকা ধার করে একটি সেকেন্ড হ্যান্ড সাইকেল কেনে সে। ওই সাইকেলে বাবাকে চাপিয়ে ১২শ কিলোমিটার রাস্তা পাড়ি দেয় এই সাহসী মেয়ে। প্রথমে বাবা মোহন পাসওয়ান মেয়েকে বাধা দিয়েছিলেন। কারণ কাজটা অসম্ভব বলেই মনে হয়েছিল তার। তবে জ্যোতি সেই অসম্ভবকে সম্ভব করে দেখায়। ১২শ কিলোমিটার পাড়ি দিয়ে গ্রামে পৌঁছায় সে।

পরিচালক বিনোদ কাপড়ি বলেন, ‘লকডাউনে যেসব শ্রমিকরা পায়ে হেঁটে বা সাইকেলে চেপে হাজার হাজার কিলোমিটার পথ পেরিয়ে বাড়ি ফিরেছেন তাদের ওপর শর্ট ফিল্ম বানাচ্ছি। আমি এরই মধ্যে জ্যোতির ওপর একটি সিনেমা বানানোর প্রস্তুতি শুরু করে দিয়েছি। আমি জ্যোতির বাবার কাছ থেকে অনুমতিও নিয়েছি।’

জনপ্রিয়

৩ এপ্রিল ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

সেই জ্যোতির গল্প আসছে বলিউডের পর্দায়, নাম হবে ‘সাইকেল গার্ল’

প্রকাশিত : ০২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২০

এক দুই কিলোমিটার নয়, ১২শ কিলোমিটার পথ সাইকেল চালিয়ে গ্রামে ফিরেছিল কিশোরী জ্যোতি। সাইকেলের পেছনে ছিলেন তার অসুস্থ বাবা। টানা সাতদিন সাইকেল চালাতে হয়েছে তাকে। মাঝে কিছুটা বিশ্রাম নিলেও দুদিন মুখে জোটেনি খাবার। এমনই মর্মস্পর্শী ঘটনা ঘটেছে ভারতের বিহার রাজ্যে ১৫ বছরের মেয়ে জ্যোতি কুমারীর জীবনে। তার এই লড়াইয়ের গল্প এবার দেখা যাবে বলিউডের পর্দায়।

বলিউড পরিচালক বিনোদ কাপড়ি এই উদ্যোগ নিয়েছেন। সিনেমার নাম হবে ‘সাইকেল গার্ল’। ইতোমধ্যে জ্যোতির পরিবারের লোকের সঙ্গে কথাও বলেছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ এক প্রতিবেদনে জানায়, গুরুগ্রামে রিকশা চালাতেন জ্যোতির বাবা মোহন পাসওয়ান। মার্চ মাসের দিকে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। এরপর জ্যোতি গ্রাম থেকে বাবার কাছে যায়। কিন্তু তার পরই কেন্দ্রীয় সরকার লকডাউন ঘোষণা করায় গুরুগ্রামে আটকে পড়ে যায় কিশোরী জ্যোতি। আস্তে আস্তে জমানে টাকাও শেষ হতে থাকে। বাড়ি ভাড়া বকেয়া পড়ে যাওয়ায় বাড়ি ছেড়ে দিতে বলে বাড়িওয়ালা। এ রকম পরিস্থিতিতে বাবাকে নিয়ে গ্রামে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় জ্যোতি।

৫০০ টাকা ধার করে একটি সেকেন্ড হ্যান্ড সাইকেল কেনে সে। ওই সাইকেলে বাবাকে চাপিয়ে ১২শ কিলোমিটার রাস্তা পাড়ি দেয় এই সাহসী মেয়ে। প্রথমে বাবা মোহন পাসওয়ান মেয়েকে বাধা দিয়েছিলেন। কারণ কাজটা অসম্ভব বলেই মনে হয়েছিল তার। তবে জ্যোতি সেই অসম্ভবকে সম্ভব করে দেখায়। ১২শ কিলোমিটার পাড়ি দিয়ে গ্রামে পৌঁছায় সে।

পরিচালক বিনোদ কাপড়ি বলেন, ‘লকডাউনে যেসব শ্রমিকরা পায়ে হেঁটে বা সাইকেলে চেপে হাজার হাজার কিলোমিটার পথ পেরিয়ে বাড়ি ফিরেছেন তাদের ওপর শর্ট ফিল্ম বানাচ্ছি। আমি এরই মধ্যে জ্যোতির ওপর একটি সিনেমা বানানোর প্রস্তুতি শুরু করে দিয়েছি। আমি জ্যোতির বাবার কাছ থেকে অনুমতিও নিয়েছি।’