লকডাউন অবস্থায় থাকা রাজধানীর ওয়ারীতে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের বাসায় ফলের ঝুড়ি উপহার পাঠিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। উপহারের মধ্যে রয়েছে আট ধরনের ফল। আজ শনিবার এ উপহার পাঠানো শুরু হয়েছে।
আজ বিকেলে ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে আবু নাছের জানান, আজ ৩০ জনের বাসায় ডিএসসিসি মেয়রের উপহার হিসেবে ফলের ঝুড়ি পাঠানো হয়েছে। বাকি রোগীদের বাসায় আগামীকাল রোববার এ উপহারসামগ্রী পাঠানো হবে। লকডাউন শেষ না হওয়া পর্যন্ত যাঁরা নতুন করে আক্রান্ত হবেন, তাঁদের বাসায়ও ডিএসসিসি মেয়রের উপহার হিসেবে ফলের ঝুড়ি পাঠানো অব্যাহত থাকবে।
৪১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সারোয়ার হোসেনের তত্ত্বাবধানে এবং আইইডিসিআরের স্বাস্থ্যবিধি অনুসরণ করে স্বেচ্ছাসেবীরা কোভিড-১৯–এ আক্রান্ত রোগীদের বাসায় বাসায় এ ফলের ঝুড়ি পৌঁছে দিচ্ছেন বলে জানানো হয়েছে। ফলের মধ্যে আছে আনারস, মাল্টা, জাম্বুরা, আমলকি, পেয়ারা, আমড়া, লেবু ও আম।