নোর অভিযোগে চার দোকানিকে আটক করেছে পল্টন থানা পুলিশ। আজ শনিবার বিকেলে বায়তুল মোকাররম এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। পল্টন থানা সূত্রে এ তথ্য জানা গেছে।
আটক দোকানিরা হলেন, সাকিব হোসেন (২০), শাহজাহান আলী (৫৫), আলম হোসেন (৩৮), শফিকুর রহমান (৫৮)।
বায়তুল মোকাররমসংলগ্ন জুয়েলারি মার্কেটের পশ্চিম পাশের সড়কের ফুটপাত অংশে সিটি করপোরেশনের একটি ময়লার কনটেইনারটি দীর্ঘদিন রাখা ছিল। গত বৃহস্পতিবার গভীর রাতে হঠাৎ করে সেখান থেকে কনটেইনারটি সরিয়ে মালিবাগ মোড়ে সিআইডি কার্যালয়ের সামনে নিয়ে যাওয়া হয়।
১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের দায়িত্বশীল এক নেতা এবং বায়তুল মোকাররম এলাকার দোকানিরা প্রথম আলোকে বলেছেন, স্থানীয় কাউন্সিলরের এনামুল হক ওরফে আবুলের নির্দেশে কনটেইনার সরিয়ে দোকান বসানো হয়েছে। দোকান বসানোর আগে আগাম কিছু টাকাও নেওয়া হয়েছিল। অবশ্য, কাউন্সিলর আবুল তাঁর বিরুদ্ধে এমন অভিযোগের বিষয়টি অস্বীকার করেছেন।
জানতে চাইলে মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার জাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, কনটেইনার সরিয়ে যারা দোকান বসিয়েছিলেন তাদের সরে যেতে বলা হয়েছিল। তারা না সরার কারণে আটক করা হয়েছে। এদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান জাহিদুল ইসলাম।