কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুর রহমান সোহাগ করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। তিনি রাজধানীর পরীবাগের বাসায় থেকে তিনি চিকিৎসা নিচ্ছেন ৷
গতকাল রোববার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সাইফুর রহমান সোহাগের করোনার সংক্রমিত হওয়ার বিষয়টি জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন ৷
এসএম জাকির হোসাইন লিখেছেন, ‘পুরো রমজান মাসজুড়ে অসহায় অসচ্ছল কর্মহীন মানুষের মাঝে ইফতার বিতরণ, নিজ এলাকা ও বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণ এবং সামাজিক কার্যক্রমে মানুষের পাশে দাঁড়িয়ে আজ নিজেই অসুস্থ সাইফুর রহমান সোহাগ ৷ তাঁর দ্রুত সুস্থতা কামনা করি৷’
সোহাগের ঘনিষ্ঠ দুজন সাবেক ছাত্রলীগ নেতা প্রথম আলোকে বলেন, ১৮ জুলাই তাঁর করোনার সংক্রমণ শনাক্ত হয়৷ গতকাল রোববার বিষয়টি জানাজানি হয় ৷ বর্তমানে ঢাকার পরীবাগে অবস্থিত নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি ৷
সূত্র জানায়, সাইফুর রহমানের স্ত্রী ও সাবেক ছাত্রলীগ নেত্রী ইফাত জাহান এশাও করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন ৷ তবে এখনো প্রতিবেদন পাওয়া যায়নি ৷