নীলফামারীতে নতুন করে আরও ১৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে দুই শিশু ও জেলা সদরের একজন নার্স রয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১২৭ জন। শনিবার (৩০ মে) সন্ধ্যায় নীলফামারীর সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মন বিষয়টি নিশ্চিত করেন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ২৭ মে ২৪৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারে পাঠানো হয়। সেখান থেকে শনিবার বিকেলে ১৯ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। এর মধ্যে জেলা সদরে এক শিশু ও এক নার্সসহ পাঁচজন, ডিমলা উপজেলায় দুইজন, ডোমার উপজেলায় এক শিশুসহ ছয়জন, জলঢাকা উপজেলায় তিনজন, কিশোরীগঞ্জ উপজেলায় তিনজন করোনা আক্রান্ত হয়েছেন।
এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১২৭ জন। এর মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে। সুস্থ্য হয়েছেন ৩৮ জন। অবশিষ্টরা নিজ বাড়ি ও হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।