ঢাকা , সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
৩ এপ্রিল ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি বাংলাদেশ সাবমেরিন কেব্‌ল কোম্পানির সব ধরনের ইন্টারনেটের দাম কমছে ১০ শতাংশ। রমজানে মাধ্যমিক স্কুল খোলা থাকবে ১৫ দিন, প্রাথমিক স্কুল ১০ দিন খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হচ্ছে টেকনাফ সীমান্তের হোয়াইক্যং এলাকা দিয়ে আজ অস্ত্র নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে মিয়ানমারের সেনা সাদ সাহেব রুজু করার পর দেওবন্দের মাসআলা খতম হয়ে গেছে : মাওলানা আরশাদ মাদানী চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনের বয়ান পুলিশ সদস্যসহ বিশ্ব ইজতেমায় ৭ জনের মৃত্যু বর্তমান সরকারের সঙ্গে সব দেশ কাজ করতে চায়: পররাষ্ট্রমন্ত্রী জয়পুরহাটে স্কুলছাত্র হত্যায় ১১ জনের মৃত্যুদণ্ড

কারিনাকে নিয়ে যা বললে অনন্যা

  • নিউজ ডেস্ক
  • প্রকাশিত : ০৫:৫২ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২০
  • ৭৯৪ পঠিত

এখনও খুব একটা সুবিধে করে উঠতে পারেননি বলিউডে। একটু একটু করে আগাচ্ছেন চাঙ্কি পান্ডে কন্যা। স্টুডেন্ট অব দ্য ইয়ার টু দিয়ে বলিউড যাত্রা শুরু। এখন কাজ করছেন খালিপেলি ছবিতে ইশান খাট্টারের সঙ্গে। এরই মধ্যে তাঁকে নিয়ে আলোচনা উঠে এসেছে বলি পাড়ায়। এবার বলিউড বেবো কারিনা কাপুরখানকে নিয়ে কথা বলে ফের আলোচনায় এলেন অনন্যা পান্ডে।

সম্প্রতি তরুণ এই উঠতি নায়িকার কাছে ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামা প্রশ্ন করে বলিউডের গসিপ র্গালকে? আর তাতেই প্রথম নামটিই আসে কারিনা কাপুর খানের।


অনন্যা বলেন, ‘আমি মনে করি কারিনা কাপুর খান, করণ জোহর ও রণবীর কাপুর হলো বলিউডের গসিপ গার্ল। এটাই সবাই বলছে। তারা সবকিছু জানে। তো আমি মনে করি, এই তিনজনই হতে পারেন গসিপ গার্ল।’

অনন্যা পান্ডে। ছবি: ফেসবুক থেকেশুধু তা–ই নয়, গত মার্চ মাসে কপিল শর্মা শোতে সূর্যবংশী ছবি নিয়ে কথা বলতে এসেছিলেন করণ জোহর এবং অক্ষয় কুমার। সেখানে অক্ষয় ও করণ বলেন, কারিনা হলো বলিউডের গল্পের রানি। অক্ষয় বলেন, সে সবকিছুই জানে সঠিকভাবে।
করণ বলেন, ‘আমি বলি কি, মুম্বাই পুলিশ তো তাহলে ওকে নিতে পারে। আমি মনে করি, তার সিসিটিভির ব্যবসা আছে। মানে সে মানুষের বাড়িতে সিসিটিভি লাগিয়ে রেখেছে। আর সব নিয়ন্ত্রণ আছে তার কাছে। কে কখন কোথায় যায়? কী করে। এমন কোনো ছোটখাটো খবরও বলিউডের নেই, যা কারিনার জানা নেই।’


শুধু তা–ই নয়, পরিচালক রোহিত শেঠিও এক পা এগিয়ে এলেন কারিনার সুনাম বলতে। তিনি উদাহরণ দিয়ে বলেন, ‘অবশ্যই এটা কারিনা। আমার নিজের অভিজ্ঞতা আছে। চেন্নাই এক্সপ্রেস ছবির জন্য আমি শাহরুখ খানের সঙ্গে মিটিং করলাম রাতে। কেউ এ খবর জানে না। আমি ভাবছি, শুধু করণ এটা জানে। পরের দিন সকালে আমি কারিনার বাসায় গেলাম। সে বলল, কী, শাহরুখের সঙ্গে মিটিং হলো? কসম করে বলছি।’


যা–ই হোক কারিনা যে বলিউডের অঘোষিত সাংবাদিক, তা প্রমাণ হয়েছে অনেকবার। ভারতজুড়ে এখন লকডাউন, বাড়িতেই আছেন কারিনা কাপুর। তাঁর শেষ ছবি ছিল ইরফান খানের সঙ্গে আংরেজি মিডিয়াম। ফের দেখা যাবে আমির খানের সঙ্গে লাল সিং চাড্ডা ছবিতে।

Tag :
জনপ্রিয়

৩ এপ্রিল ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

কারিনাকে নিয়ে যা বললে অনন্যা

প্রকাশিত : ০৫:৫২ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২০

এখনও খুব একটা সুবিধে করে উঠতে পারেননি বলিউডে। একটু একটু করে আগাচ্ছেন চাঙ্কি পান্ডে কন্যা। স্টুডেন্ট অব দ্য ইয়ার টু দিয়ে বলিউড যাত্রা শুরু। এখন কাজ করছেন খালিপেলি ছবিতে ইশান খাট্টারের সঙ্গে। এরই মধ্যে তাঁকে নিয়ে আলোচনা উঠে এসেছে বলি পাড়ায়। এবার বলিউড বেবো কারিনা কাপুরখানকে নিয়ে কথা বলে ফের আলোচনায় এলেন অনন্যা পান্ডে।

সম্প্রতি তরুণ এই উঠতি নায়িকার কাছে ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামা প্রশ্ন করে বলিউডের গসিপ র্গালকে? আর তাতেই প্রথম নামটিই আসে কারিনা কাপুর খানের।


অনন্যা বলেন, ‘আমি মনে করি কারিনা কাপুর খান, করণ জোহর ও রণবীর কাপুর হলো বলিউডের গসিপ গার্ল। এটাই সবাই বলছে। তারা সবকিছু জানে। তো আমি মনে করি, এই তিনজনই হতে পারেন গসিপ গার্ল।’

অনন্যা পান্ডে। ছবি: ফেসবুক থেকেশুধু তা–ই নয়, গত মার্চ মাসে কপিল শর্মা শোতে সূর্যবংশী ছবি নিয়ে কথা বলতে এসেছিলেন করণ জোহর এবং অক্ষয় কুমার। সেখানে অক্ষয় ও করণ বলেন, কারিনা হলো বলিউডের গল্পের রানি। অক্ষয় বলেন, সে সবকিছুই জানে সঠিকভাবে।
করণ বলেন, ‘আমি বলি কি, মুম্বাই পুলিশ তো তাহলে ওকে নিতে পারে। আমি মনে করি, তার সিসিটিভির ব্যবসা আছে। মানে সে মানুষের বাড়িতে সিসিটিভি লাগিয়ে রেখেছে। আর সব নিয়ন্ত্রণ আছে তার কাছে। কে কখন কোথায় যায়? কী করে। এমন কোনো ছোটখাটো খবরও বলিউডের নেই, যা কারিনার জানা নেই।’


শুধু তা–ই নয়, পরিচালক রোহিত শেঠিও এক পা এগিয়ে এলেন কারিনার সুনাম বলতে। তিনি উদাহরণ দিয়ে বলেন, ‘অবশ্যই এটা কারিনা। আমার নিজের অভিজ্ঞতা আছে। চেন্নাই এক্সপ্রেস ছবির জন্য আমি শাহরুখ খানের সঙ্গে মিটিং করলাম রাতে। কেউ এ খবর জানে না। আমি ভাবছি, শুধু করণ এটা জানে। পরের দিন সকালে আমি কারিনার বাসায় গেলাম। সে বলল, কী, শাহরুখের সঙ্গে মিটিং হলো? কসম করে বলছি।’


যা–ই হোক কারিনা যে বলিউডের অঘোষিত সাংবাদিক, তা প্রমাণ হয়েছে অনেকবার। ভারতজুড়ে এখন লকডাউন, বাড়িতেই আছেন কারিনা কাপুর। তাঁর শেষ ছবি ছিল ইরফান খানের সঙ্গে আংরেজি মিডিয়াম। ফের দেখা যাবে আমির খানের সঙ্গে লাল সিং চাড্ডা ছবিতে।