ঢাকা , সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
৩ এপ্রিল ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি বাংলাদেশ সাবমেরিন কেব্‌ল কোম্পানির সব ধরনের ইন্টারনেটের দাম কমছে ১০ শতাংশ। রমজানে মাধ্যমিক স্কুল খোলা থাকবে ১৫ দিন, প্রাথমিক স্কুল ১০ দিন খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হচ্ছে টেকনাফ সীমান্তের হোয়াইক্যং এলাকা দিয়ে আজ অস্ত্র নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে মিয়ানমারের সেনা সাদ সাহেব রুজু করার পর দেওবন্দের মাসআলা খতম হয়ে গেছে : মাওলানা আরশাদ মাদানী চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনের বয়ান পুলিশ সদস্যসহ বিশ্ব ইজতেমায় ৭ জনের মৃত্যু বর্তমান সরকারের সঙ্গে সব দেশ কাজ করতে চায়: পররাষ্ট্রমন্ত্রী জয়পুরহাটে স্কুলছাত্র হত্যায় ১১ জনের মৃত্যুদণ্ড

কেটির মেয়ে নিজেই নিজের নাম রাখবে

  • নিউজ ডেস্ক
  • প্রকাশিত : ০৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০
  • ৮৯৭ পঠিত

গত মার্চে ইনস্টাগ্রামে পোস্টের মাধ্যমে জানিয়েছিলেন, মা হতে চলেছেন তিনি। ক্যাপশনে লিখেছিলেন, ‘এই গ্রীষ্মে নতুন অ্যালবামের সঙ্গে আরও একজন আসছে। মনে হচ্ছে দারুণ কিছু হবে।’ তিনি কেটি পেরি। এই গ্রীষ্মেই ৩৫ বছর বয়সী সংগীতশিল্পী কেটি পেরি ও ৪৩ বছর বয়সী ব্রিটিশ অভিনেতা অরল্যান্ডো ব্লুম তাঁদের প্রথম সন্তানকে জন্ম দিতে চলেছেন। বিবিসিকে যা বলেছেন, তার সরাসরি অর্থ এমন, ‘মনে হচ্ছে বড় একটা পার্স সঙ্গে নিয়ে ঘুরছি। আমি দ্বিগুণ আনন্দিত আর উচ্ছ্বসিত। এই গ্রীষ্মে অনেক কিছু ঘটবে। নিজেদের জন্য সন্তান আর নিজের ও ভক্তদের জন্য অ্যালবাম—ওহ, ভাবা যাচ্ছে না!’


আর এই বেলা বোস্টনের মিক্স ১০৪ দশমিক ১ রেডিও শোতে জানালেন, তাঁদের কন্যাসন্তান নাকি নিজেই নিজের নাম রাখবে। মেয়ের নাম কী রাখবেন? কার্সন ও কেনেডির মর্নিং শোতে এমন প্রশ্নের উত্তরে কেটি বলেন, ‘সত্যি কথা বলতে কী, এখনো ভাবিনি। আমার মনে হয় যে আমরা ওর জন্য কিছু নাম বাছাই করে রাখব। তারপর ও একটু বড় হয়ে একটা পার্টি দেবে। সেই পার্টিতে ও নিজের নাম নিজেই পছন্দ করে বেছে নেবে।’


কেটি পেরি এই প্রথম মা হতে যাচ্ছেন। নামের সম্ভাব্য তালিকা বানাতেও ভক্তদের উৎসাহের শেষ নেই। অনেকেই কেটির দাদি অ্যান পার্ল হাডসনের নামের সঙ্গে মিলিয়ে কেটির মেয়ের নাম রাখার জন্য ভোট দিচ্ছেন। আর কেটি কেবলই সময়টা উপভোগ করছেন।

বললেন, ‘লকডাউনের এই সূর্যের নিচে যতটা উচ্ছ্বসিত হওয়া সম্ভব, আমি ততটাই উচ্ছ্বসিত। সব রকম আবেগে ডুবে আছি। এই আমি উদ্বিগ্ন, এই আবার আমি খুশি, এই আবার কোত্থেকে বিষণ্নতা জেঁকে ধরল। আমি আবেগের সব রকম তীব্রতা উপভোগ করছি। আর এখন তো বিশ্ব খুবই অনিশ্চয়তার ভেতর দিয়ে যাচ্ছে। এমন সময় ঘরে বসে নতুন প্রাণের জন্য অপেক্ষা করাটা খারাপ না।’


কেটি পেরি এই প্রথম মা হতে যাচ্ছেন। তবে অরল্যান্ডো ব্লুম ৯ বছর আগেই পেয়েছেন প্রথম বাবা হওয়ার স্বাদ। কেননা, সাবেক স্ত্রী, মডেল মিরান্ডা কেরের ঘরে ৯ বছর বয়সী তাঁর একটা ছেলে সন্তান

Tag :
জনপ্রিয়

৩ এপ্রিল ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

কেটির মেয়ে নিজেই নিজের নাম রাখবে

প্রকাশিত : ০৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০

গত মার্চে ইনস্টাগ্রামে পোস্টের মাধ্যমে জানিয়েছিলেন, মা হতে চলেছেন তিনি। ক্যাপশনে লিখেছিলেন, ‘এই গ্রীষ্মে নতুন অ্যালবামের সঙ্গে আরও একজন আসছে। মনে হচ্ছে দারুণ কিছু হবে।’ তিনি কেটি পেরি। এই গ্রীষ্মেই ৩৫ বছর বয়সী সংগীতশিল্পী কেটি পেরি ও ৪৩ বছর বয়সী ব্রিটিশ অভিনেতা অরল্যান্ডো ব্লুম তাঁদের প্রথম সন্তানকে জন্ম দিতে চলেছেন। বিবিসিকে যা বলেছেন, তার সরাসরি অর্থ এমন, ‘মনে হচ্ছে বড় একটা পার্স সঙ্গে নিয়ে ঘুরছি। আমি দ্বিগুণ আনন্দিত আর উচ্ছ্বসিত। এই গ্রীষ্মে অনেক কিছু ঘটবে। নিজেদের জন্য সন্তান আর নিজের ও ভক্তদের জন্য অ্যালবাম—ওহ, ভাবা যাচ্ছে না!’


আর এই বেলা বোস্টনের মিক্স ১০৪ দশমিক ১ রেডিও শোতে জানালেন, তাঁদের কন্যাসন্তান নাকি নিজেই নিজের নাম রাখবে। মেয়ের নাম কী রাখবেন? কার্সন ও কেনেডির মর্নিং শোতে এমন প্রশ্নের উত্তরে কেটি বলেন, ‘সত্যি কথা বলতে কী, এখনো ভাবিনি। আমার মনে হয় যে আমরা ওর জন্য কিছু নাম বাছাই করে রাখব। তারপর ও একটু বড় হয়ে একটা পার্টি দেবে। সেই পার্টিতে ও নিজের নাম নিজেই পছন্দ করে বেছে নেবে।’


কেটি পেরি এই প্রথম মা হতে যাচ্ছেন। নামের সম্ভাব্য তালিকা বানাতেও ভক্তদের উৎসাহের শেষ নেই। অনেকেই কেটির দাদি অ্যান পার্ল হাডসনের নামের সঙ্গে মিলিয়ে কেটির মেয়ের নাম রাখার জন্য ভোট দিচ্ছেন। আর কেটি কেবলই সময়টা উপভোগ করছেন।

বললেন, ‘লকডাউনের এই সূর্যের নিচে যতটা উচ্ছ্বসিত হওয়া সম্ভব, আমি ততটাই উচ্ছ্বসিত। সব রকম আবেগে ডুবে আছি। এই আমি উদ্বিগ্ন, এই আবার আমি খুশি, এই আবার কোত্থেকে বিষণ্নতা জেঁকে ধরল। আমি আবেগের সব রকম তীব্রতা উপভোগ করছি। আর এখন তো বিশ্ব খুবই অনিশ্চয়তার ভেতর দিয়ে যাচ্ছে। এমন সময় ঘরে বসে নতুন প্রাণের জন্য অপেক্ষা করাটা খারাপ না।’


কেটি পেরি এই প্রথম মা হতে যাচ্ছেন। তবে অরল্যান্ডো ব্লুম ৯ বছর আগেই পেয়েছেন প্রথম বাবা হওয়ার স্বাদ। কেননা, সাবেক স্ত্রী, মডেল মিরান্ডা কেরের ঘরে ৯ বছর বয়সী তাঁর একটা ছেলে সন্তান