হবিগঞ্জের চুনারুঘাটে জমিজমার বিরোধের জের ধরে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাই নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার বিকালে আমু চা বাগানের সাঁওতাল ল্যান্ড বাঁশবাড়ি এলাকায়। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার ঝুরিয়া গ্রামের বকুল মিয়া (৪৫) ও তার বড় ভাই চিমটিবিল খাসের ফজলু মিয়ার (৪৮) মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে ফজলু ও তার ছেলে ফয়সাল মিয়ার সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে বকুলকে তারা দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে চা বাগানের শ্রমিকদের সহায়তায় পুলিশ তাকে উদ্ধার করে চুনারুঘাট হাসপাতালে নিয়ে আসলে বকুল মারা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চুনারুঘাট থানার পরিদর্শক (তদন্ত) চম্পক দাশ বলেন, এ ঘটনায় নিহত বকুলের বড় ভাই ফজলু মিয়া ও ভাতিজা ফয়সাল মিয়াকে আটক করা হয়েছে।